ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) ও আবদুস সোবহানের ছেলে সানু মিয়া (৬২)।

স্থানীয়রা জানান, সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার মধ্যে জমি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছিল।

শনিবার ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম মারা যান। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সানু মিয়া।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রাহ্মণপাড়া থানার এএসআই গিয়াস উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) ও আবদুস সোবহানের ছেলে সানু মিয়া (৬২)।

স্থানীয়রা জানান, সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার মধ্যে জমি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছিল।

শনিবার ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম মারা যান। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সানু মিয়া।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রাহ্মণপাড়া থানার এএসআই গিয়াস উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।