বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নব-নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেজ লাউন্সে সোমবার বিকেল সাড়ে ৪টায় ড. মোহাম্মদ সাদিককে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, পিএসসির সদস্যসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।