বাঙালী কন্ঠ ডেস্কঃ নীল আকাশে উড়ছে সাদা
ডানা অলা মেঘ অনেক
মেঘ পাখিরা যাচ্ছো কোথায়
নিয়ে পাখায় গতির বেগ?
বিশাল আকাশ সাদায় ভরা
তুলো তুলো মেঘ ভারি
মেঘের পিছে মেঘ ছুটেছে
যেন সাদা রেলগাড়ি!
আচ্ছা আকাশ এতো নীল আর
সাদা আবির পাও কোথায়
শরৎ এলে তোমার শহর
সাজে বুঝি সুখ আভায়?
নেবে তুমি আমাকেও
তোমার সাথে বেড়াতে?
আমার খুবই ইচ্ছে করে
নীল আবিরে হারাতে।