চুনারুঘাট উপজেলায় অটোচালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া নীলফামারীর এক সাবেক এমপি আটক হয়েছেন জনতার হাতে। তার নাম রানা মোহাম্মদ সোহেল। পুলিশ জনতার হাত থেকে প্রথমে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করেছে। একই সঙ্গে তার ব্যক্তিগত পিস্তল সিজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, গতকাল বিকালে চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় খোয়াই নদী সংলগ্ন ব্রিজের কাছে যানজটে পড়ে এক অটোরিকশা চালকের সঙ্গে বাগবিত-ায় জড়ান রানা মোহাম্মদ সোহেল। একপর্যায়ে তিনি ব্যক্তিগত পিস্তল বের করে ফাঁকা দুই রাউন্ড গুলি ছুড়েন। তাৎক্ষণিক ওই স্থানে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি হলে জনতা রানা মোহাম্মদ সোহেলকে আটক করে চুনারুঘাট থানায় খবর দেয়। পুলিশের একটি দল গিয়ে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে রানা মোহাম্মদ সোহেল নিজেকে সেনাবাহিনীর একজন সাবেক মেজর বলে পরিচয় দেন। পরবর্তী সময় জানা যায়, তিনি একজন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন সেনা কর্মকর্তা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। রানা মোহাম্মদ সোহেল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহসভাপতি। তিনি কী উদ্দেশ্যে চুনারুঘাট এসেছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।