ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি প্রস্তুতি ২০২৫ : সমাজকর্ম প্রথম পত্র

১। ‘সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে।’—সংজ্ঞাটি কার?

ক) ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার       খ) স্কিডমোডর থ্যাকারি

গ) বি ডব্লিউ শেফার          ঘ) আরমান্ডো মরেলেস

২। ‘Social Work : A Profession of Many Faces’

—গ্রন্থটি কার লেখা?

ক) Walter A Friedlander

খ) Rex A Skidmore and Milton G Thackery

গ) Armando Morales and Bradford Sheafor

ঘ) Robert L Barker

৩।

  ব্রাউন সমাজকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?  ক) ২টি     খ) ৩টি

গ) ৪টি     ঘ) ৫টি

৪। সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের

জ্ঞান রয়েছে?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

৫।          জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন?

ক) ২টি     খ) ৩টি

গ) ৪টি     ঘ) ৫টি

৬।          সমাজের সমস্যাগুলো কিরূপ?

ক) পারস্পরিক নির্ভরশীল

খ) ভিন্ন রূপ গ) নানা রূপ

ঘ) একক রূপ

৭।

 সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চাবিকাঠি কোনটি  ক) ধর্ম ও নৈতিক শিক্ষা

খ) পরোপকারিতা ও সহযোগিতা

গ) ধর্ম ও মানবতাবোধ           ঘ) শান্তি ও জনকল্যাণমুখিতা

৮।          মানুষ কোন ধরনের জীব?

ক) সামাজিক খ) রাজনৈতিক

গ) অর্থনৈতিক ঘ) মনস্তাত্ত্বিক

৯।          সমাজকর্ম কিসে বিশ্বাসী?

ক) সামরিক কল্যাণে খ) সার্বিক কল্যাণে

গ) ক্ষুদ্র কল্যাণে    ঘ) গৌণ কল্যাণে

১০।         সুপ্রাচীনকালে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়

কিভাবে?

ক) সাময়িক সমস্যা সমাধানের মাধ্যমে           খ) স্থায়ী সমস্যা সমাধানের মাধ্যমে

গ) অর্থনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে        ঘ) মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানের মাধ্যমে

১১।

  সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন কে?  ক) ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার

খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) বি ডব্লিউ শেফার ঘ) আরমান্ডো মোরেলেস

১২।         ‘সমাজকর্ম’ প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ নিচের

কোনটি?

ক) Social Welfare    খ) Sociology

গ) Social Work   ঘ) Social Service

১৩।         একজন সমাজকর্মীকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক) পরিবর্তন প্রতিনিধি খ) শিক্ষক

গ) অভিভাবক ঘ) গবেষক

১৪।         সমাজকর্ম সমাজের কোন স্তরের মানুষের সার্বিক

কল্যাণে বিশ্বাসী?

ক) নিম্নস্তরের খ) মধ্যস্তরের

গ) উচ্চস্তরের ঘ) সর্বস্তরের

১৫।         বর্তমান সমাজ কী নির্ভর?

ক) প্রযুক্তিনির্ভর খ) কৃষিনির্ভর

গ) শিক্ষানির্ভর ঘ) আত্মনির্ভর

১৬।

        সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে? 

ক) প্রেরণা জোগাতে  খ) মনোবল সৃষ্টিতে

গ) আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়

ঘ) অর্থনৈতিক ক্ষেত্রে

১৭।         সমাজকর্ম প্রতিটি মানুষকে কিভাবে তার অধিকার

সম্পর্কে সজাগ রাখে?

ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে

খ) দক্ষতা বৃদ্ধির মাধ্যমে

গ) মূল্যবোধের বিকাশ ঘটিয়ে    ঘ) মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে

১৮।         সমাজকর্মের লক্ষ্য অর্জনের NASW প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—

i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো

ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা

iii. মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা

  নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii  ঘ) i, ii ও iii

১৯।         নিচের কোনটি সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত করে?

ক) নৈতিক অবক্ষয়   খ) অর্থনৈতিক অনগ্রসরতা

গ) সামাজিক অবক্ষয় ঘ) মূল্যবোধের অবক্ষয়

২০।         সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কোন ক্ষেত্রে সহায়তা করে থাকে?

ক) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে

খ) মনোবল সৃষ্টিতে গ) সামাজিকীকরণে     ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে

২১।         সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কোন দেশে?

ক) জাপানে খ) ইংল্যান্ডে

গ) জার্মানিতে ঘ) আমেরিকায়

২২। ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?

ক) ম্যারি রিচমন্ড

খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) রবার্ট এল বার্কার

ঘ) মোরেলেস ও শেফার

২৩।         বির্িভন্ন সমস্যার সমাধান ও প্রতিকারে কোন বিষয়ের

শিক্ষার গুরুত্ব অপরিসীম?

ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান

গ) মনোবিজ্ঞান ঘ) পৌরনীতি

২৪।         সমাজকর্ম মূলত কী?

ক) একটি সাহায্যকারী পেশা

খ) একটি প্রত্যয়ের নাম

গ) একটি বিষয়ের নাম

ঘ) একটি সমন্বয়ধর্মী পেশা

২৫।         সমাজকর্ম কিভাবে সেবা প্রদান করে?

ক) অর্থের মাধ্যমে   খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ) উৎসাহের মাধ্যমে

ঘ) মনগড়া মতো

 

    উত্তর : ১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক
৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক
১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ
২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. খ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এইচএসসি প্রস্তুতি ২০২৫ : সমাজকর্ম প্রথম পত্র

আপডেট টাইম : ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
১। ‘সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে।’—সংজ্ঞাটি কার?

ক) ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার       খ) স্কিডমোডর থ্যাকারি

গ) বি ডব্লিউ শেফার          ঘ) আরমান্ডো মরেলেস

২। ‘Social Work : A Profession of Many Faces’

—গ্রন্থটি কার লেখা?

ক) Walter A Friedlander

খ) Rex A Skidmore and Milton G Thackery

গ) Armando Morales and Bradford Sheafor

ঘ) Robert L Barker

৩।

  ব্রাউন সমাজকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?  ক) ২টি     খ) ৩টি

গ) ৪টি     ঘ) ৫টি

৪। সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের

জ্ঞান রয়েছে?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

৫।          জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন?

ক) ২টি     খ) ৩টি

গ) ৪টি     ঘ) ৫টি

৬।          সমাজের সমস্যাগুলো কিরূপ?

ক) পারস্পরিক নির্ভরশীল

খ) ভিন্ন রূপ গ) নানা রূপ

ঘ) একক রূপ

৭।

 সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চাবিকাঠি কোনটি  ক) ধর্ম ও নৈতিক শিক্ষা

খ) পরোপকারিতা ও সহযোগিতা

গ) ধর্ম ও মানবতাবোধ           ঘ) শান্তি ও জনকল্যাণমুখিতা

৮।          মানুষ কোন ধরনের জীব?

ক) সামাজিক খ) রাজনৈতিক

গ) অর্থনৈতিক ঘ) মনস্তাত্ত্বিক

৯।          সমাজকর্ম কিসে বিশ্বাসী?

ক) সামরিক কল্যাণে খ) সার্বিক কল্যাণে

গ) ক্ষুদ্র কল্যাণে    ঘ) গৌণ কল্যাণে

১০।         সুপ্রাচীনকালে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়

কিভাবে?

ক) সাময়িক সমস্যা সমাধানের মাধ্যমে           খ) স্থায়ী সমস্যা সমাধানের মাধ্যমে

গ) অর্থনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে        ঘ) মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানের মাধ্যমে

১১।

  সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন কে?  ক) ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার

খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) বি ডব্লিউ শেফার ঘ) আরমান্ডো মোরেলেস

১২।         ‘সমাজকর্ম’ প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ নিচের

কোনটি?

ক) Social Welfare    খ) Sociology

গ) Social Work   ঘ) Social Service

১৩।         একজন সমাজকর্মীকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক) পরিবর্তন প্রতিনিধি খ) শিক্ষক

গ) অভিভাবক ঘ) গবেষক

১৪।         সমাজকর্ম সমাজের কোন স্তরের মানুষের সার্বিক

কল্যাণে বিশ্বাসী?

ক) নিম্নস্তরের খ) মধ্যস্তরের

গ) উচ্চস্তরের ঘ) সর্বস্তরের

১৫।         বর্তমান সমাজ কী নির্ভর?

ক) প্রযুক্তিনির্ভর খ) কৃষিনির্ভর

গ) শিক্ষানির্ভর ঘ) আত্মনির্ভর

১৬।

        সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে? 

ক) প্রেরণা জোগাতে  খ) মনোবল সৃষ্টিতে

গ) আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়

ঘ) অর্থনৈতিক ক্ষেত্রে

১৭।         সমাজকর্ম প্রতিটি মানুষকে কিভাবে তার অধিকার

সম্পর্কে সজাগ রাখে?

ক) সচেতনতা সৃষ্টির মাধ্যমে

খ) দক্ষতা বৃদ্ধির মাধ্যমে

গ) মূল্যবোধের বিকাশ ঘটিয়ে    ঘ) মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে

১৮।         সমাজকর্মের লক্ষ্য অর্জনের NASW প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—

i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো

ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা

iii. মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা

  নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii  ঘ) i, ii ও iii

১৯।         নিচের কোনটি সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত করে?

ক) নৈতিক অবক্ষয়   খ) অর্থনৈতিক অনগ্রসরতা

গ) সামাজিক অবক্ষয় ঘ) মূল্যবোধের অবক্ষয়

২০।         সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কোন ক্ষেত্রে সহায়তা করে থাকে?

ক) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে

খ) মনোবল সৃষ্টিতে গ) সামাজিকীকরণে     ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে

২১।         সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কোন দেশে?

ক) জাপানে খ) ইংল্যান্ডে

গ) জার্মানিতে ঘ) আমেরিকায়

২২। ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?

ক) ম্যারি রিচমন্ড

খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) রবার্ট এল বার্কার

ঘ) মোরেলেস ও শেফার

২৩।         বির্িভন্ন সমস্যার সমাধান ও প্রতিকারে কোন বিষয়ের

শিক্ষার গুরুত্ব অপরিসীম?

ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান

গ) মনোবিজ্ঞান ঘ) পৌরনীতি

২৪।         সমাজকর্ম মূলত কী?

ক) একটি সাহায্যকারী পেশা

খ) একটি প্রত্যয়ের নাম

গ) একটি বিষয়ের নাম

ঘ) একটি সমন্বয়ধর্মী পেশা

২৫।         সমাজকর্ম কিভাবে সেবা প্রদান করে?

ক) অর্থের মাধ্যমে   খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ) উৎসাহের মাধ্যমে

ঘ) মনগড়া মতো

 

    উত্তর : ১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক
৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক
১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ
২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. খ।