বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫টি বাস উপহার পেল শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করেন।
ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিষ্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান কলেজের পক্ষ থেকে গাড়ীর চাবি গ্রহণ করেন। বাসগুলোর মধ্যে একটি টি দ্বিতল, ৩টি একতল এবং একটি টি ৩০ আসন বিশিষ্ট কোষ্টার রয়েছে। গাড়ী হস্তান্তর-গহন অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন এবং শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রমিজ উদ্দিন কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উক্ত উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব।
তারপর নিরাপদ সড়কের দাবিতে সড়কে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দেওয়ার ঘোষণাও বৃহস্পতিবার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।