বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নের্তৃত্বে মিছিলটি অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে আবার অনুষদ ভবনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন – ছাত্রনেতা ইকবাল হুসাইন রুদ্র, মোহাম্মাদ আলী, তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, শাহানুর আলম শামীম, ফয়সাল সিদ্দীকি আরাফাত, তন্ময় সাহা, জুয়েল হাসান তনু, মনজুর রহমান প্রমুখসহ দুই শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী।