বাঙালী কণ্ঠ নিউজঃ দেশে নতুন চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
আজ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে এই চার জেলায় নতুন মেডিকেল কলেজ হবে।
এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ চালুর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চারটি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলেও জানান মো. নাসিম।