ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেকৃবির হল থেকে গাঁজাসহ আটক-১

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হল থেকে গাঁজাসহ হাবিবুর রহমান (৩২) নামের এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুরাণের আত্মীয় বলে নিজেকে দাবি করেছেন।

সোমবার বিকালে আবাসিক হলে অভিযান চালিয়ে নবাব সিরাজ উদ-দৌলা হলের ৭০৩ নম্বর রুম থেকে গাঁজাসহ একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটক যুবক জানায়, গত দেড় মাস ধরে সে তুরাণের রুমে (৭০৩ রুমে) থাকছে। তুরাণের ছত্রছায়ায় ক্যাম্পাসের বাইরে মাদক বিক্রি করছেন বলে জানান তিনি।

পার্শ্ববর্তী রুমের কয়েকজন ছাত্র অভিযোগ করে বলেন, তারা দু’জন মিলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদক ব্যবসা এবং সেবন করে আসছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘তথ্য পেয়ে হলে অভিযান চালিয়ে গাঁজাসহ আমরা ওই বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আটক ব্যক্তিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তরিকুল ইসলাম তুরাণ নামের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে গাঁজাসহ আসামিকে হস্তান্তর করেছে। গাঁজার পরিমাণ দেখে ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শেকৃবির হল থেকে গাঁজাসহ আটক-১

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হল থেকে গাঁজাসহ হাবিবুর রহমান (৩২) নামের এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুরাণের আত্মীয় বলে নিজেকে দাবি করেছেন।

সোমবার বিকালে আবাসিক হলে অভিযান চালিয়ে নবাব সিরাজ উদ-দৌলা হলের ৭০৩ নম্বর রুম থেকে গাঁজাসহ একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটক যুবক জানায়, গত দেড় মাস ধরে সে তুরাণের রুমে (৭০৩ রুমে) থাকছে। তুরাণের ছত্রছায়ায় ক্যাম্পাসের বাইরে মাদক বিক্রি করছেন বলে জানান তিনি।

পার্শ্ববর্তী রুমের কয়েকজন ছাত্র অভিযোগ করে বলেন, তারা দু’জন মিলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদক ব্যবসা এবং সেবন করে আসছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘তথ্য পেয়ে হলে অভিযান চালিয়ে গাঁজাসহ আমরা ওই বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আটক ব্যক্তিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তরিকুল ইসলাম তুরাণ নামের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে গাঁজাসহ আসামিকে হস্তান্তর করেছে। গাঁজার পরিমাণ দেখে ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে