বাঙালী কণ্ঠ ডেস্কঃ তেজগাঁও মহিলা কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হেলাল কবীর চৌধুরী, বিশেষ অতিথি কলেজের পরিচালনা পরিষদের সদস্য আবু আহমেদ, ডা. জাফর উল্লাহ, প্রাক্তন উপাধ্যক্ষ নাসরিন আক্তার প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ তার বক্তব্যে কলেজের ইতিহাস, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিভিন্ন পাবলিক পরীক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ছাত্রীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মেধাবী ও দরিদ্র্য ছাত্রীদের বিনা বেতন ও অর্ধবেতনে পড়ার সুযোগের ঘোষণা দেন।পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সূএঃ দৈনিক শিক্ষা