ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার মান বাড়লে বেতন বাড়বে: গণশিক্ষামন্ত্রী

শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. আবদুর রশীদ।
শিক্ষকদের তরফ থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করা হলে এর জবাবে  মন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন শুধু বাজারের পণ্যের মত বাড়বে না, জাতির আকাঙ্খা অনুযায়ী বাড়বে। শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে। আমি বর্তমান শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই।
শিক্ষাখাতে বিভিন্ন তদবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ থেকে বোঝা যায় এখনো আমাদের মেরুদণ্ড সোজা হয় নাই।
প্রধান আলোচকের বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাথমিক শিক্ষাকেই শিক্ষার মূলভিত্তি হিসেবে অবহিত করেন। প্রাথমিক শিক্ষা দেখে বোঝা যায় একটা দেশ কতটা উন্নত। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের নিয়োগ প্রদান করা ও সে অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মান বাড়লে বেতন বাড়বে: গণশিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. আবদুর রশীদ।
শিক্ষকদের তরফ থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করা হলে এর জবাবে  মন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন শুধু বাজারের পণ্যের মত বাড়বে না, জাতির আকাঙ্খা অনুযায়ী বাড়বে। শিক্ষার মান বাড়লে শিক্ষকদের বেতনও বাড়বে। আমি বর্তমান শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই।
শিক্ষাখাতে বিভিন্ন তদবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ থেকে বোঝা যায় এখনো আমাদের মেরুদণ্ড সোজা হয় নাই।
প্রধান আলোচকের বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাথমিক শিক্ষাকেই শিক্ষার মূলভিত্তি হিসেবে অবহিত করেন। প্রাথমিক শিক্ষা দেখে বোঝা যায় একটা দেশ কতটা উন্নত। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের নিয়োগ প্রদান করা ও সে অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা প্রয়োজন।