ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্ত পরিবারে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

বাঙালী কন্ঠ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য দেড় শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল ৯ টা থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবামূলক ও অরাজনৈতিক ‘তারুণ্যে’ নামের এই সংগঠনের সদস্যরা প্রায় এক মাসব্যাপী ক্যাম্পাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করেন। সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দীন ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে। এই সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

তারুণ্যের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য প্রতিষ্ঠাকাল থেকেই নানা ধরণের জনকল্যাণমূলক কাজ করে আসছে। যেসব মহৎ ব্যক্তিরা আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই।’

সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, ‘মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শীতার্ত পরিবারে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য দেড় শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল ৯ টা থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবামূলক ও অরাজনৈতিক ‘তারুণ্যে’ নামের এই সংগঠনের সদস্যরা প্রায় এক মাসব্যাপী ক্যাম্পাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করেন। সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দীন ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে। এই সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

তারুণ্যের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য প্রতিষ্ঠাকাল থেকেই নানা ধরণের জনকল্যাণমূলক কাজ করে আসছে। যেসব মহৎ ব্যক্তিরা আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই।’

সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, ‘মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে।