বাঙালী কণ্ঠ ডেস্কঃ সারাদেশের যেসব জেলার প্রাথমিকের নিয়োগ স্থগিত হয়নি সেসব জেলার নিয়োগ আগামী ১৬ ফেব্রুয়ারি হবে। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যোগদানে সঙ্গে কী নিবেন সেটা জানিয়েছেন ডিপিইর সহকারী পরিচালক Atique S. B. Sattar।
১৬ ফেব্রুয়ারি যোগদানকারীদের জন্য
১. যোগদানপত্রটি ২ কপি করে নেবেন, একটি জমা দিয়ে অন্যটায় সাথে সাথে প্রাপ্তিস্বীকার নিয়ে নেবেন।
২. আপনাদের সবার যোগদানপত্র গৃহীত হয়েছে মর্মে একসাথে বা উপজেলা ভিত্তিকভাবে ডিপিইও সাহেব এনডোর্স করবেন অর্থাৎ একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের জানাবেন। সেটি আপনারা হেল্প করে হলেও কালকেই করিয়ে নেবেন। উনারা আপনাদের অরিয়েন্টেশন আয়োজনে ব্যস্ত থাকতে পারেন। অনুরোধ করবেন অরিয়েন্টেশন যেমন তেমন হোক কিন্তু যোগদান আগে এনডোর্স করে দিতে।
৩. সকাল ৯টাতেই সবাই যাবেন, এত সকালে সাধারণত অফিসে চিঠিপত্র নিয়ে কেউ আসার কথা না। যোগদানকারী ছাড়া অন্য কোন বিষয় নিয়ে কেউ এত সকালে এলে রিটকারী পক্ষে কেউ কোন আদেশ নিয়ে এসেছে বলে অনুমান করতে পারেন।
আপনাদের কাজ শেষ হতে যতঘণ্টাই লাগুক ততক্ষণ ……… (শূন্যস্থান প্রয়োজনমত পূরণ করে নিন)।