ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘ম্যাক্সিম হট-১০০’ তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কা

বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাগাজিন ম্যাক্সিম প্রতি বছর একটি ‘হট’ তালিকা তৈরি করে। এই তালিকায় বিশ্বের সেরা আবেদনময়ীরা স্থান করে নেয়। ম্যাক্সিম ম্যাগাজিনে এবারের ‘হট-১০০’ তালিকায় স্থান করে নিয়েছে বলিউডের দুই সুন্দরী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রকাশিত এই তালিকার শীর্ষস্থানগুলো দখল করে আছেন সুপারমডেল হেইলি বল্ডউইন, এমা ওয়াটসন, এমা স্টোন, ডাকোটা জনসন, কেন্ডাল জেনারের মত সুন্দরীরা।

তবে দীপিকা ও প্রিয়াঙ্কার পজিশন এখনো প্রকাশ করা হয়নি।

‘ম্যাক্সিম হট-১০০’ তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কাম্যাক্সিম ম্যাগাজিন পক্ষ থেকে জানানো হয়, ‘ট্রিপল এক্স’ ছবির মাধ্যমে দীপিকার আন্তর্জাতিক স্ক্রিন অভিষেক, মেট গালা ২০১৭-তে তাঁর উপস্থিতি, ২০১৭-র কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটা, এসব বিষয়গুলো তাকে এই তালিকায় নিয়ে এসেছে৷

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া এই তালিকায় স্থান করে নিয়েছেন আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের সুবাদে। এছাড়াও ‘বেওয়াচ’ ছবির কারণেও তার নামটি চর্চা হয়েছে অনেক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘ম্যাক্সিম হট-১০০’ তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাগাজিন ম্যাক্সিম প্রতি বছর একটি ‘হট’ তালিকা তৈরি করে। এই তালিকায় বিশ্বের সেরা আবেদনময়ীরা স্থান করে নেয়। ম্যাক্সিম ম্যাগাজিনে এবারের ‘হট-১০০’ তালিকায় স্থান করে নিয়েছে বলিউডের দুই সুন্দরী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রকাশিত এই তালিকার শীর্ষস্থানগুলো দখল করে আছেন সুপারমডেল হেইলি বল্ডউইন, এমা ওয়াটসন, এমা স্টোন, ডাকোটা জনসন, কেন্ডাল জেনারের মত সুন্দরীরা।

তবে দীপিকা ও প্রিয়াঙ্কার পজিশন এখনো প্রকাশ করা হয়নি।

‘ম্যাক্সিম হট-১০০’ তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কাম্যাক্সিম ম্যাগাজিন পক্ষ থেকে জানানো হয়, ‘ট্রিপল এক্স’ ছবির মাধ্যমে দীপিকার আন্তর্জাতিক স্ক্রিন অভিষেক, মেট গালা ২০১৭-তে তাঁর উপস্থিতি, ২০১৭-র কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটা, এসব বিষয়গুলো তাকে এই তালিকায় নিয়ে এসেছে৷

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া এই তালিকায় স্থান করে নিয়েছেন আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের সুবাদে। এছাড়াও ‘বেওয়াচ’ ছবির কারণেও তার নামটি চর্চা হয়েছে অনেক।