ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কখনো না কখনো ঈদের ছবিতে আমিও শামিল হয়ে যাব

চলচ্চিত্রে কাজ করছেন আইরিন সুলতানা। র‌্যাম্প মডেলিং থেকে এসে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালের নভেম্বরে ছবিটি মুক্তি পায়। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে সর্বপ্রথম রূপালী পর্দায় আসেন আইরিন। এরইমধ্যে চলচ্চিত্রে প্রায় চার বছর সময় পার করছেন এই অভিনেত্রী। প্রথম ছবির সফলতার পর বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি ছবি। আইরিন তার এখনকার ব্যস্ততা নিয়ে মানবজমিনকে বলেন, বর্তমানে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ছবিতে কাজ করছি। এ ছবিতে আমার চরিত্রের নাম বর্ষা। ছবিটির ৭০ভাগ কাজ শেষ হয়েছে। আজ থেকে সাভারে এ ছবির কাজ আবারো শুরু হবে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে  তৈরি গল্পের কোনো ছবিতে এখন পর্যন্ত আমার অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। এটা অবশ্য সরাসরি যুদ্ধের গল্প না। তারপরও এমন একটি কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। এখানে খুব মডার্ণ একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি। এই সময়ের বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক নানান বিষয় এখানে দেখতে পাবেন দর্শক। এ ছবিতে নিরবের বিপরীতে কাজ করছেন আইরিন। এর আগে পরিচালক সোহেলের ‘ভোলা’ নামেও একটি ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। ছবিটিতে তার বিপরীতে কাজ করছেন বাপ্পি। আইরিন অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মায়াবীনি’। আকাশ আচার্য পরিচালিত এ ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন তিনি। চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সামনে আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ ছবিটি মুক্তি পাবে। এটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। তবে রমজানের ঈদে তার অভিনীত কোনো ছবি মুক্তি পাবে না। এ প্রসঙ্গে আইরিন বলেন, ঈদে ছবি মুক্তি পাচ্ছে না এজন্য অবশ্য মন খারাপ করছি না। তবে ঈদে একজন অভিনেত্রীর কোনো ছবি মুক্তি পাওয়া মানে ঈদের খুশিটা ডাবল হয়ে যায়। দেখা যায় নানা কারণে পরিচালকদের অনেক সময় ঈদে ছবি মুক্তি দেয়া হয়ে ওঠে না। তবে কখনো না কখনো ঈদের ছবিতে আমিও শামিল হয়ে যাব। এ পর্যন্ত আইরিনকে পর্দায় ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’ ছবিগুলোতে রোমান্টিক চরিত্রে  দেখেছেন দর্শক। তবে তিনি অ্যাকশন চরিত্রেও কাজ করতে চান। এ বিষয়ে বলেন, অ্যাকশন চরিত্রে এখনো কাজ করা হয়নি। ইচ্ছে আছে এমন ব্যতিক্রমী চরিত্রে কাজ করার। গল্প, পরিচালক সবকিছু মিলে গেলে এমন ছবি অবশ্যই করব। একজন শিল্পী হিসেবে আইরিনকে দর্শকের কাছে পরিচিতি দিয়েছে ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি। এ ছবির জন্য পরিচালকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আইরিন বলেন, চলচ্চিত্রে আমার নায়িকা হিসেবে পরিচিতি এসেছে এ ছবি থেকে। আমার প্রথম ছবিকে এজন্য আমি সব সময়ই সামনে রাখতে চাই। যদিও দেবাশীষ দার সঙ্গে আর আমার পরে কোনো কাজ হয়নি। তবে আমাকে তিনি চলচ্চিত্রে কাজের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ঈদে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে আইরিনকে দেখা গেলেও নাটক বা টেলিফিল্মে এখনো কাজ করেননি এ পর্দাকন্যা। ভবিষৎতে কি এ ক্ষেত্র দুটিতে কাজ করার ইচ্ছে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি মিষ্টি হেসে বলেন, আমি এরইমধ্যে টিভি নাটক-টেলিফিল্মে কাজের বেশকিছু প্রস্তাব পেয়েছি। এসব ক্ষেত্রে কাজ করার ইচ্ছে যে নেই তা বলব না। তবে আপাতত সে ইচ্ছেটা মনের মধ্যেই লালিত থাক। এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমি চলচ্চিত্রে এখনও স্ট্রাগল করছি। সেটা করে যেতে চাই। আর এই প্রজন্মের অভিনেত্রী হিসেবে আমার প্রত্যাশা চলচ্চিত্রের সুদিন আগের মতো ফিরে আসবে। নতুন কোনো ভালো দিনের জন্য এখন অপেক্ষা করছি আমি। সামনে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন আইরিন। হারুণ উজ জামানের পরিচালনায় নতুন এ ছবির খবর কয়েকদিন পর ঘটা করেই বলবেন বলে জানিয়েছেন ঢালিউডের এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কখনো না কখনো ঈদের ছবিতে আমিও শামিল হয়ে যাব

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

চলচ্চিত্রে কাজ করছেন আইরিন সুলতানা। র‌্যাম্প মডেলিং থেকে এসে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালের নভেম্বরে ছবিটি মুক্তি পায়। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে সর্বপ্রথম রূপালী পর্দায় আসেন আইরিন। এরইমধ্যে চলচ্চিত্রে প্রায় চার বছর সময় পার করছেন এই অভিনেত্রী। প্রথম ছবির সফলতার পর বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি ছবি। আইরিন তার এখনকার ব্যস্ততা নিয়ে মানবজমিনকে বলেন, বর্তমানে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ছবিতে কাজ করছি। এ ছবিতে আমার চরিত্রের নাম বর্ষা। ছবিটির ৭০ভাগ কাজ শেষ হয়েছে। আজ থেকে সাভারে এ ছবির কাজ আবারো শুরু হবে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে  তৈরি গল্পের কোনো ছবিতে এখন পর্যন্ত আমার অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। এটা অবশ্য সরাসরি যুদ্ধের গল্প না। তারপরও এমন একটি কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। এখানে খুব মডার্ণ একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি। এই সময়ের বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক নানান বিষয় এখানে দেখতে পাবেন দর্শক। এ ছবিতে নিরবের বিপরীতে কাজ করছেন আইরিন। এর আগে পরিচালক সোহেলের ‘ভোলা’ নামেও একটি ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। ছবিটিতে তার বিপরীতে কাজ করছেন বাপ্পি। আইরিন অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মায়াবীনি’। আকাশ আচার্য পরিচালিত এ ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন তিনি। চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সামনে আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ ছবিটি মুক্তি পাবে। এটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। তবে রমজানের ঈদে তার অভিনীত কোনো ছবি মুক্তি পাবে না। এ প্রসঙ্গে আইরিন বলেন, ঈদে ছবি মুক্তি পাচ্ছে না এজন্য অবশ্য মন খারাপ করছি না। তবে ঈদে একজন অভিনেত্রীর কোনো ছবি মুক্তি পাওয়া মানে ঈদের খুশিটা ডাবল হয়ে যায়। দেখা যায় নানা কারণে পরিচালকদের অনেক সময় ঈদে ছবি মুক্তি দেয়া হয়ে ওঠে না। তবে কখনো না কখনো ঈদের ছবিতে আমিও শামিল হয়ে যাব। এ পর্যন্ত আইরিনকে পর্দায় ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’ ছবিগুলোতে রোমান্টিক চরিত্রে  দেখেছেন দর্শক। তবে তিনি অ্যাকশন চরিত্রেও কাজ করতে চান। এ বিষয়ে বলেন, অ্যাকশন চরিত্রে এখনো কাজ করা হয়নি। ইচ্ছে আছে এমন ব্যতিক্রমী চরিত্রে কাজ করার। গল্প, পরিচালক সবকিছু মিলে গেলে এমন ছবি অবশ্যই করব। একজন শিল্পী হিসেবে আইরিনকে দর্শকের কাছে পরিচিতি দিয়েছে ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি। এ ছবির জন্য পরিচালকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আইরিন বলেন, চলচ্চিত্রে আমার নায়িকা হিসেবে পরিচিতি এসেছে এ ছবি থেকে। আমার প্রথম ছবিকে এজন্য আমি সব সময়ই সামনে রাখতে চাই। যদিও দেবাশীষ দার সঙ্গে আর আমার পরে কোনো কাজ হয়নি। তবে আমাকে তিনি চলচ্চিত্রে কাজের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ঈদে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে আইরিনকে দেখা গেলেও নাটক বা টেলিফিল্মে এখনো কাজ করেননি এ পর্দাকন্যা। ভবিষৎতে কি এ ক্ষেত্র দুটিতে কাজ করার ইচ্ছে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি মিষ্টি হেসে বলেন, আমি এরইমধ্যে টিভি নাটক-টেলিফিল্মে কাজের বেশকিছু প্রস্তাব পেয়েছি। এসব ক্ষেত্রে কাজ করার ইচ্ছে যে নেই তা বলব না। তবে আপাতত সে ইচ্ছেটা মনের মধ্যেই লালিত থাক। এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমি চলচ্চিত্রে এখনও স্ট্রাগল করছি। সেটা করে যেতে চাই। আর এই প্রজন্মের অভিনেত্রী হিসেবে আমার প্রত্যাশা চলচ্চিত্রের সুদিন আগের মতো ফিরে আসবে। নতুন কোনো ভালো দিনের জন্য এখন অপেক্ষা করছি আমি। সামনে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন আইরিন। হারুণ উজ জামানের পরিচালনায় নতুন এ ছবির খবর কয়েকদিন পর ঘটা করেই বলবেন বলে জানিয়েছেন ঢালিউডের এই অভিনেত্রী।