বাঙালী কণ্ঠঃ জগতের যত আয়োজন, তার অধিকাংশই হয়ে থাকে ঈদকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে ঈদই শোবিজ অঙ্গনের ভরা মৌসুম। এই সময়টাতেই শোবিজের মানুষজন হরদম কাজ করেন। তাছাড়া ঈদে দর্শক-শ্রোতাদের আনন্দকে বাড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোও বাহারি আয়োজন করে থাকে।
ঈদের ছুটিতে মানুষের অনেকটা সময় কাটে টেলিভিশনের সামনে। তাই এই সময়টাতে দর্শকরা খোঁজেন সুস্থ ধারার বিনোদন। এই কথা মাথায় রেখেই চ্যানেলগুলো তাদের ঈদ আয়োজন সাজায়।
ঈদ আয়োজনে বরাবরের মত এবারো থাকছে খণ্ড নাটক, ৬-৭ পর্বের ধারাবাহিক নাটক, টেলিছবি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি টক শোসহ নানা আয়োজন।
এবারের ঈদে টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে প্রায় দুই শতাধিক খণ্ড ও ৬-৭ পর্বের ধারাবাহিক নাটক। এগুলোর বেশিরভাগ নাটকের কাজই শেষ হয়ে গেছে। যেগুলো বাকি আছে, নির্মাতা-শিল্পী ও কলাকুশলীদের বিরামহীন প্রচেষ্টায় চলছে সেগুলোর সমাপ্তি টানার কাজ।
শুটিংস্পটগুলোতেও দেখা যাচ্ছে অভিনয়শিল্পীদের আর সঙ্গে লাইট-ক্যামেরা-অ্যাকশন ডাক। রাজধানীর ধানমন্ডি, উত্তরা, পুরান ঢাকা, পুবাইল ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে চলছে হরদম শুটিং। এডিটিং স্টুডিওগুলোতে ব্যস্ত রয়েছেন এডিটররা।
শুধু নাটকই না, ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান কিংবা সেলিব্রেটি টক শো’গুলোর দৃশ্যায়নও চলছে নিয়মিত। এছাড়া এবারের ঈদে বেশ কিছু ছবির প্রিমিয়ার হচ্ছে টেলিভিশনে। অন্যদিকে পুরনো ছবি দিয়েও সাজানো হচ্ছে প্রতিদিনকার অনুষ্ঠানসূচি।
টেলিভিশন চ্যানেল কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতিবারের মত এবারো তাদের আয়োজনে কমতি থাকছে না। দর্শকদের সর্বোচ্চ আনন্দটুকু দেওয়ার জন্য অনুষ্ঠান নির্বাচনেও মান এবং বিনোদনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং বাহারি আয়োজন দিয়ে দর্শকের মন তুষ্ট করার প্রত্যাশা রাখছেন সবাই।