বাঙালী কণ্ঠ নিউজঃ এবারের রমজানের ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি প্রথমে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঢাকায় একটিমাত্র প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কারণে এতদিন মন খারাপ ছিল অপুর। তবে আজ থেকে ঢাকার আরো বেশকিছু সিনেমা হলে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। অপু বর্তমানে ভারতে রয়েছেন। আরো বেশি হলে তার ছবি প্রদর্শনের সংবাদ জেনে আনন্দিত হয়ে বাঙালী কণ্ঠকে মুঠোফোনে বলেন, দর্শক মুক্তির পর থেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আমি দর্শকদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি ঢাকায় মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম সিনেমা হলে ছবিটি চলবে এখন। এ সংবাদটা শুনে আরো ভালো লেগেছে। এক কথায় নতুন এ সংবাদ জানার পর আমি অনেক আনন্দিত। দেশীয় ছবির পক্ষে আমি সবসময় ছিলাম এবং দর্শকরা আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছি। ‘রাজনীতি’ যারা এখনও প্রেক্ষাগৃহে গিয়ে দেখেননি তাদের দেখার অনুরোধও জানান অপু। গত সোমবার ছেলের আব্রাহাম খান জয়কে নিয়ে ভারতে যান এ অভিনেত্রী। সেখানে ছেলের শরীর চেকআপ করানোর কথা জানিয়েছেন তিনি। ফিরে এসে টানা একমাস নিজের মতো কাটাতে চান এই অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করছেন। নিজের শরীরের বাড়তি চর্বি ঝরানোর পর ফিট হয়ে আবারো নতুন কাজে ফিরবেন বলে জানিয়েছেন অপু। গত মাসে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। এই কোম্পানির পণ্যের নতুন বিজ্ঞাপনে ভিন্ন লুকে হাজির হতে চান এই অভিনেত্রী। উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, সুব্রত, অমিত হাসান, শিবা সানু, সাবেরী আলম, ডিজে সোহেল, বিপাশা কবির, কমল প্রমুখ।
সংবাদ শিরোনাম :
জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী
৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
ছুরিকাঘাতে নিহত স্ত্রীর পাশে বসেছিলেন স্বামী
অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত চিনি খেলেই কি ডায়াবেটিস হয়?
শ্বাসরোধে যুবকের মৃত্যু, স্ত্রী আটক
ঘাটাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
‘বাজিগর ২’ নিয়ে আসছেন শাহরুখ!
ইসরাইলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
বিপজ্জনক পর্যায়ে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকা