ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের প্রতি আমার সম্মান এখনো আছেঃ বুবলী

প্রেমের পর লুকিয়ে বিয়ে করেন দুজনে। তবুও দুজন হেঁটেছেন দুজনের ভিন্নপথে। এরই মধ্যে বাজছে বিচ্ছেদের ঘণ্টা। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী।

সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করছেন। এমন বক্তব্য দেন নায়িকা।

বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে- সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেটা যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।

বুবলী বলেন, অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি। আমি আমার জীবন থেকে যদি বলি, আমি সব সময় খুব ঘরকুনো। সেটা যখন আমার ঘর ছিল। আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাকিবের প্রতি আমার সম্মান এখনো আছেঃ বুবলী

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

প্রেমের পর লুকিয়ে বিয়ে করেন দুজনে। তবুও দুজন হেঁটেছেন দুজনের ভিন্নপথে। এরই মধ্যে বাজছে বিচ্ছেদের ঘণ্টা। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী।

সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করছেন। এমন বক্তব্য দেন নায়িকা।

বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে- সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেটা যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।

বুবলী বলেন, অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি। আমি আমার জীবন থেকে যদি বলি, আমি সব সময় খুব ঘরকুনো। সেটা যখন আমার ঘর ছিল। আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে।