ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবের উৎসবে মেহজাবীনের ‘সাবা’

জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এ সিনেমাটি দেশের বাইরের নানা উৎসবে প্রদর্শিত হচ্ছে। বেশ কয়েকটি দেশে ঘরে এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে ‘সাবা’।

গত সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রগ্রামে নির্বাচিত হয়ে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় ‘সাবা’।

কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, এ উৎসবের চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও ‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি।

এদিকে মেহজাবীন অভিনীত এই সিনেমা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ নিজ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের উৎসবে মেহজাবীনের ‘সাবা’

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এ সিনেমাটি দেশের বাইরের নানা উৎসবে প্রদর্শিত হচ্ছে। বেশ কয়েকটি দেশে ঘরে এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে ‘সাবা’।

গত সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রগ্রামে নির্বাচিত হয়ে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় ‘সাবা’।

কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, এ উৎসবের চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও ‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি।

এদিকে মেহজাবীন অভিনীত এই সিনেমা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ নিজ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।