কয়েকদিন ধরে নিত্য নতুন মেকওভারে নিজেকে মেলে ধরছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে বিভিন্ন ওয়েডিং থিমে, ব্রাইডাল লুকে দেখা যাচ্ছে নায়িকাকে। তবে তিনি যে নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন, এমন নয়।
সম্প্রতি একাধিক ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন অপু; যেখানে নায়িকার সঙ্গে এবার ফ্রেমবন্দি হতে দেখা গেল ঢাকাই চিত্রনায়ক জয় চৌধুরীকে। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানেই দেখা মেলে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটোসেশন।
অপু-জয়ের নতুন এই ফ্রেমবন্দীতে উঠে আসে পুরো বিয়ের আবহ। বিভিন্ন ফুল দিয়ে সাজানো ওয়েডিং স্পট। সেখানে বিয়ের পোশাকে অপু ও জয়। একে অপরের হাত ধরে আছেন, রেখেছেন আলিঙ্গনের ধারা। আবার, অপুর আঙুলে জয়ের আংটি পরিয়ে দেওয়ার দৃশ্যতেও দুজনের পোজ ছিল দেখার মতো।
ছবিগুলোতে দেখা যায়, অনেকটা সাধাসিধা আউটফিটেই ওয়েডিং মেকওভারে সেজে উঠেছেন অপু বিশ্বাস। নায়িকার পরনে ক্রিম-পিংক মিক্স কালারের ব্রাইডাল গাউন। এবং জয় চৌধুরীর পরনে ক্রিম কালারের শেরওয়ানি ও তার ওপরে ক্রিম-পিংক মিক্স কালারের কোটি।
ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘নতুন যাত্রা ও অন্তহীন সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ। এই যাত্রার উদ্দেশ্য আবেগ এবং ইতিবাচকতায় পূর্ণ হোক। অনুপ্রেরণা যোগাতে ও উন্নতি করতে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হলো।’
তাদের এমন সাজ-আশাকে, একসঙ্গে দেখে মুগ্ধ অপু-জয়ের ভক্ত-অনুরাগীরা। তাদের ভালোবাসা ও প্রশংসায় ভরে ওঠে অপুর মন্তব্য ঘর। বিশেষ করে, নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করেছেন তারা।