ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সালমা’র সেলফি কুইন কমলা

বাঙালী কণ্ঠ নিউজঃ  লালনকন্যা বলে অনেকেই তাকে উপাধি দিয়েছেন। তবে কেবল লালন সঙ্গীত নয়, মৌসুমী আক্তার সালমা পছন্দ করেন সব ধরনের গান গাইতে। এবার তিনি চলচ্চিত্রের জন্য গাইলেন একটি বিশেষ গান। গানের শিরোনাম- সেলফি কুইন কমলা।

মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’চলচ্চিত্রের জন্য তৈরি এই হয়েছে গানটি। গানের গীতিকার লিমন আহমেদ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘সেলফি কুইন কমলা’ শিরোনামের গানটির রেকডিং হয়।

গানটির লিরিকের কিছু অংশ- ‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারো/ ফেসবুক, ভাইবার ইমো আছে আরও/ রঙ-বেরঙের সেলফি তুলি সকালসন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা/..।

গানটি নিয়ে সালমা বলেছেন, ‘আমি নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করি। তাই ফোক গানের বাইরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করি। এবারের গানটি তেমন কিছুর বার্তা বহন করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সালমা’র সেলফি কুইন কমলা

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  লালনকন্যা বলে অনেকেই তাকে উপাধি দিয়েছেন। তবে কেবল লালন সঙ্গীত নয়, মৌসুমী আক্তার সালমা পছন্দ করেন সব ধরনের গান গাইতে। এবার তিনি চলচ্চিত্রের জন্য গাইলেন একটি বিশেষ গান। গানের শিরোনাম- সেলফি কুইন কমলা।

মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’চলচ্চিত্রের জন্য তৈরি এই হয়েছে গানটি। গানের গীতিকার লিমন আহমেদ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘সেলফি কুইন কমলা’ শিরোনামের গানটির রেকডিং হয়।

গানটির লিরিকের কিছু অংশ- ‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারো/ ফেসবুক, ভাইবার ইমো আছে আরও/ রঙ-বেরঙের সেলফি তুলি সকালসন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা/..।

গানটি নিয়ে সালমা বলেছেন, ‘আমি নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করি। তাই ফোক গানের বাইরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করি। এবারের গানটি তেমন কিছুর বার্তা বহন করবে।’