ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মনে রাখার মতো তাহসানের সেঞ্চুরি

বাঙালী কন্ঠ ডেস্কঃ তাহসানের সেঞ্চুরিটা আসলেই মনে রাখার মতো হয়ে গেল। মাবরুর রশিদ বান্নাহর নাটক memories কল্প তরুর গল্প নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী , মডেল ও অভিনেতা তাহসান খান। এই নাটকটা তাহসানের শততম অভিনীত নাটক ছিল। আর এটিই কি না ইউটিউব ট্রেন্ডিং- এ শীর্ষে চলে এলো।

তাহসান বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন। বললেন, ‘আমার অভিনীত শততম নাটকটি স্মরণীয় হয়ে থাকলো। এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। ভালোবাসা আমার সতীর্থরা।’

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মতো নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

গত মাসে তাহসান কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন বছরের শেষটা তার জন্য নাকি স্পেশাল হবে। কীভাবে? বলেছিলেন, বছরের শেষটা আমার জন্য স্পেশাল হবে। এটা ভালো খবর। কারণ ওই সময় আমার ১০০ তম নাটক রিলিজ পাবে। শেষদিকে আরেকটা গান বেরোচ্ছে সেটা রিলিজ পাবে। গানটা হলো ‘কী হতো ভুলে গেলে।’ এই গানটার মজার একটা গল্প আছে। যেদিন আমি গানটা রেকর্ডিং করি সেদিন আমার ড্রাইভার ছিলেন। উনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি শুনি, গাড়িতে রাখি। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না। এই গানটা মনে হয় সেরকম একটা গান হতে পারে, যেসব গান অনেকদিন বেঁচে থাকতে পারে।’

বলাবাহুল্যই তাহসানের বছরের শেষটা স্পেশাল হচ্ছে। কারণ এতো ভালো খবরের মধ্যে আরেকটি ভালো খবর হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছে হালের এই সেনসেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মনে রাখার মতো তাহসানের সেঞ্চুরি

আপডেট টাইম : ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ তাহসানের সেঞ্চুরিটা আসলেই মনে রাখার মতো হয়ে গেল। মাবরুর রশিদ বান্নাহর নাটক memories কল্প তরুর গল্প নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী , মডেল ও অভিনেতা তাহসান খান। এই নাটকটা তাহসানের শততম অভিনীত নাটক ছিল। আর এটিই কি না ইউটিউব ট্রেন্ডিং- এ শীর্ষে চলে এলো।

তাহসান বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন। বললেন, ‘আমার অভিনীত শততম নাটকটি স্মরণীয় হয়ে থাকলো। এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। ভালোবাসা আমার সতীর্থরা।’

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মতো নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

গত মাসে তাহসান কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন বছরের শেষটা তার জন্য নাকি স্পেশাল হবে। কীভাবে? বলেছিলেন, বছরের শেষটা আমার জন্য স্পেশাল হবে। এটা ভালো খবর। কারণ ওই সময় আমার ১০০ তম নাটক রিলিজ পাবে। শেষদিকে আরেকটা গান বেরোচ্ছে সেটা রিলিজ পাবে। গানটা হলো ‘কী হতো ভুলে গেলে।’ এই গানটার মজার একটা গল্প আছে। যেদিন আমি গানটা রেকর্ডিং করি সেদিন আমার ড্রাইভার ছিলেন। উনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি শুনি, গাড়িতে রাখি। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না। এই গানটা মনে হয় সেরকম একটা গান হতে পারে, যেসব গান অনেকদিন বেঁচে থাকতে পারে।’

বলাবাহুল্যই তাহসানের বছরের শেষটা স্পেশাল হচ্ছে। কারণ এতো ভালো খবরের মধ্যে আরেকটি ভালো খবর হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছে হালের এই সেনসেশন।