ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অনেক দিন পর সামনে হাজির হলেন তানজিকা

বাঙালী কন্ঠ ডেস্কঃ অনেক দিন পর নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেত্রী তানজিকা আমিন। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘গহীনের গান’। এর আগে ‘বকুল ফুলের মালা’ এবং  ‘ভালোবাসা এমনই হয়’- শীর্ষক দু’টি ছবিতে কাজ করেছেন তিনি। সেই ছবি দু’টিতে বেশ প্রশংসিতও হয়েছেন তানজিকা। বাংলাঢোল প্রযোজিত ও সাদাত হোসাইন পরিচালিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী আসিফ আকবর। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো তার। আসিফের সঙ্গেই ছবিতে জুটি বেঁধেছেন তানজিকা। পেশাদার অভিনেতা না হওয়ার পরও আসিফের কাজ নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।

তার মতে, আসিফ আকবর অভিনয় করেছেন একেবারে পেশাদার অভিনেতার মতো করেই। ‘গহীনের গান’ নিয়ে প্রত্যাশা কতটুকু? উত্তরে তানজিকা বলেন, ছবিটির গল্প সত্যি বলতে অসাধারণ। মানুষের জীবনের গল্প বলবে ছবিটি। সুর-সংলাপের এক নান্দনিক উপস্থাপন এই ছবি। আসিফ আকবরের গাওয়া নতুন নয়টি গান নিয়ে মালা গেঁথে, বিভিন্ন চরিত্রের সংকট-সম্ভাবনার গল্পের মধ্য দিয়ে ‘গহীনের গান’ হতে যাচ্ছে এ সময়ের এক সাহসী চলচ্চিত্র। তানজিকা আরো বলেন, ছবিটির প্রধান চরিত্র হলো এর গল্প। এই গল্পই অন্য দশটি ছবি থেকে ‘গহীনের গান’ কে আলাদা করবে। সত্যি বলতে ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবির পুরো টিম মিলে আমরা এর প্রচারণায় অংশ নিয়েছিলাম। একটি কথাই বলতে চাই, ছবিটি মানুষের মনে দাগ কাটার মতো। আমি সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে নতুন ছবিতে পাওয়া যাবে কিনা জানতে চাইলে তানজিকা বলেন, আসলে প্রস্তাব থাকে। কিন্তু গল্প-চরিত্রসহ সবকিছু মনের মতো না হলে কাজ করতে চাই না। মনের মতো হলে অবশ্যই সামনেও চলচ্চিত্রে কাজ করবো। দেখা যাক কী হয়। তবে ‘গহীনের গান’ এর দর্শক সাড়ার অপেক্ষায় আপাতত আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনেক দিন পর সামনে হাজির হলেন তানজিকা

আপডেট টাইম : ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ অনেক দিন পর নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেত্রী তানজিকা আমিন। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘গহীনের গান’। এর আগে ‘বকুল ফুলের মালা’ এবং  ‘ভালোবাসা এমনই হয়’- শীর্ষক দু’টি ছবিতে কাজ করেছেন তিনি। সেই ছবি দু’টিতে বেশ প্রশংসিতও হয়েছেন তানজিকা। বাংলাঢোল প্রযোজিত ও সাদাত হোসাইন পরিচালিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী আসিফ আকবর। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো তার। আসিফের সঙ্গেই ছবিতে জুটি বেঁধেছেন তানজিকা। পেশাদার অভিনেতা না হওয়ার পরও আসিফের কাজ নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।

তার মতে, আসিফ আকবর অভিনয় করেছেন একেবারে পেশাদার অভিনেতার মতো করেই। ‘গহীনের গান’ নিয়ে প্রত্যাশা কতটুকু? উত্তরে তানজিকা বলেন, ছবিটির গল্প সত্যি বলতে অসাধারণ। মানুষের জীবনের গল্প বলবে ছবিটি। সুর-সংলাপের এক নান্দনিক উপস্থাপন এই ছবি। আসিফ আকবরের গাওয়া নতুন নয়টি গান নিয়ে মালা গেঁথে, বিভিন্ন চরিত্রের সংকট-সম্ভাবনার গল্পের মধ্য দিয়ে ‘গহীনের গান’ হতে যাচ্ছে এ সময়ের এক সাহসী চলচ্চিত্র। তানজিকা আরো বলেন, ছবিটির প্রধান চরিত্র হলো এর গল্প। এই গল্পই অন্য দশটি ছবি থেকে ‘গহীনের গান’ কে আলাদা করবে। সত্যি বলতে ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবির পুরো টিম মিলে আমরা এর প্রচারণায় অংশ নিয়েছিলাম। একটি কথাই বলতে চাই, ছবিটি মানুষের মনে দাগ কাটার মতো। আমি সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে নতুন ছবিতে পাওয়া যাবে কিনা জানতে চাইলে তানজিকা বলেন, আসলে প্রস্তাব থাকে। কিন্তু গল্প-চরিত্রসহ সবকিছু মনের মতো না হলে কাজ করতে চাই না। মনের মতো হলে অবশ্যই সামনেও চলচ্চিত্রে কাজ করবো। দেখা যাক কী হয়। তবে ‘গহীনের গান’ এর দর্শক সাড়ার অপেক্ষায় আপাতত আছি।