ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ছোটবেলায় জয়া আহসানকে ‘খরগোশ’ ডাকা হতো

বাঙালী কন্ঠ ডেস্কঃ বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ছোটবেলায় খরগোশ ডাকা হতো! এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় এমনটাই জানালেন অভিনেত্রী নিজেই।কারণ হিসেবে জয়া জানিয়েছেন, গাঁজরের প্রতি তার অত্যধিক ভালোবাসার কারণে তাকে এই নামে ডাকা হতো।

জানা গেছে, বৃহস্পতিবার এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন জয়া আহসান। সেখানে রান্নাঘরে সবজি কাটার একটি দৃশ্য ছিল।

সবজি কাটার সময় টুকরো গাজরগুলো বারবার ছিটকে পড়ে যাচ্ছিল। কিন্তু টমেটো একটুও ছটফট না করে চুপ করে বসে ছিল।

সেই রহস্য অবশ্য নিজেই বলে দিয়েছেন জয়া। বললেন, ‘কী নিষ্ঠুর দেখুন না, টমেটোকে তো পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে।’ আর গাজরের প্রসঙ্গ আসতেই বললেন, ‘আমি ছোটবেলায় গাজর এত ভালোবাসতাম যে লোকে আমাকে খরগোশ বলে ডাকত।’ রান্না প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘মেয়েদের রান্নাটা আসলে হাঁসের সাঁতার শেখার মতো। আলাদা করে শেখার কিছু নেই। এমনিতেই পারতে হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যে কারণে ছোটবেলায় জয়া আহসানকে ‘খরগোশ’ ডাকা হতো

আপডেট টাইম : ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০

বাঙালী কন্ঠ ডেস্কঃ বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ছোটবেলায় খরগোশ ডাকা হতো! এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় এমনটাই জানালেন অভিনেত্রী নিজেই।কারণ হিসেবে জয়া জানিয়েছেন, গাঁজরের প্রতি তার অত্যধিক ভালোবাসার কারণে তাকে এই নামে ডাকা হতো।

জানা গেছে, বৃহস্পতিবার এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন জয়া আহসান। সেখানে রান্নাঘরে সবজি কাটার একটি দৃশ্য ছিল।

সবজি কাটার সময় টুকরো গাজরগুলো বারবার ছিটকে পড়ে যাচ্ছিল। কিন্তু টমেটো একটুও ছটফট না করে চুপ করে বসে ছিল।

সেই রহস্য অবশ্য নিজেই বলে দিয়েছেন জয়া। বললেন, ‘কী নিষ্ঠুর দেখুন না, টমেটোকে তো পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে।’ আর গাজরের প্রসঙ্গ আসতেই বললেন, ‘আমি ছোটবেলায় গাজর এত ভালোবাসতাম যে লোকে আমাকে খরগোশ বলে ডাকত।’ রান্না প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘মেয়েদের রান্নাটা আসলে হাঁসের সাঁতার শেখার মতো। আলাদা করে শেখার কিছু নেই। এমনিতেই পারতে হয়।’