ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমি পতিতা হবো

বাঙালী কণ্ঠ ডেস্কঃ
আমি উলঙ্গ বেশ্যা
হে ধর্ষক ছুটে আয়
তোর কত প্রয়োজন
তা লুটে নিয়ে যা।
যৌনাঙ্গের কত ক্ষুধা
তোদের কত বীর্য
কত লালা জমা
ঢেলে দিয়ে যা।
বস্র গায়ে তুলবো না
তোরে করবো না মানা
আমি তোর মা পতিতা
যত ইচ্ছা টেনে খা।
মেয়েরা উলঙ্গ হয়ে এসো
দেখো জানোয়ার পুরুষ
কাম বাসনায় কত উন্মাদ
নেই তাদের কোন হুশ।
হে ধর্ষক তোর মা বোন
ধর্ষিত হলে কেমন হবে
তখন দাঁড়াবে কোথায়
কার মুখে থুথু পড়বে?
মানব বন্ধন সভা করে
রক্ত ভমি হয়ে গেলো
চোখের পানি গড়ালো
ধর্ষণষঞ্জ কি বন্ধ হলো?
শিশু প্রতিবন্ধি বৃদ্ধ বুড়ু
যে কোন বয়সের মেয়ে
ধর্ষিত হয়ে শুধু কাঁদে
আমরা দেখি তা চেয়ে।
স্বামীর সামনে তার স্ত্রীকে
সন্তানের সামনে তার মাকে
ধর্ষণের পর হত্যা করে
ঘরে বাসে ট্রেনে যারে তারে।
প্রতিবাদ করতে এসেছি
উলঙ্গ হয়ে পতিতা হয়ে
বাবা যখন ধর্ষক হয়
আমার কিসের ভয়?
কতো বিধি লিখা আছে
ধর্ষকও তা জানে
কত নিয়ম ডানে বামে
কয় জন তা মানে?
লজ্জা নেই শরম নেই
আমার গর্ভের সন্তান
সেও যখন ধর্ষক হয়
উলঙ্গতাই শ্রেষ্ঠ সমাধান।
বেশ্যালয় খোলা হউক
শহর বন্দর গাঁয়ে
ধর্ষকরা ব্যস্ত থাকুক
লিঙ্গ খেলা নিয়ে।
আইন ফাইন দন্ড বিধি
দেখেছি বহু নির্দয়তা
কুকুর সামাল দিতে
আমি হবো পতিতা।
ধর্ষক নামক কুকুরে সাথে
খেলবো পাশা করবো নেশা
ধর্ষক প্রলয়ে ভেসে যাক
নারীর প্রেম ভালোবাসা।
আমি যদি তা না পারি
বোবা বধির হয়ে যাবো
 শাড়ী ব্লাউজ পুড়াবো
মুখ বন্ধ করে অন্ধ হবো?
লেখকঃ ড. গোলসান আরা বেগম  কবি,কলামিষ্ট, সিনেট সদস্য 
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আমি পতিতা হবো

আপডেট টাইম : ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
বাঙালী কণ্ঠ ডেস্কঃ
আমি উলঙ্গ বেশ্যা
হে ধর্ষক ছুটে আয়
তোর কত প্রয়োজন
তা লুটে নিয়ে যা।
যৌনাঙ্গের কত ক্ষুধা
তোদের কত বীর্য
কত লালা জমা
ঢেলে দিয়ে যা।
বস্র গায়ে তুলবো না
তোরে করবো না মানা
আমি তোর মা পতিতা
যত ইচ্ছা টেনে খা।
মেয়েরা উলঙ্গ হয়ে এসো
দেখো জানোয়ার পুরুষ
কাম বাসনায় কত উন্মাদ
নেই তাদের কোন হুশ।
হে ধর্ষক তোর মা বোন
ধর্ষিত হলে কেমন হবে
তখন দাঁড়াবে কোথায়
কার মুখে থুথু পড়বে?
মানব বন্ধন সভা করে
রক্ত ভমি হয়ে গেলো
চোখের পানি গড়ালো
ধর্ষণষঞ্জ কি বন্ধ হলো?
শিশু প্রতিবন্ধি বৃদ্ধ বুড়ু
যে কোন বয়সের মেয়ে
ধর্ষিত হয়ে শুধু কাঁদে
আমরা দেখি তা চেয়ে।
স্বামীর সামনে তার স্ত্রীকে
সন্তানের সামনে তার মাকে
ধর্ষণের পর হত্যা করে
ঘরে বাসে ট্রেনে যারে তারে।
প্রতিবাদ করতে এসেছি
উলঙ্গ হয়ে পতিতা হয়ে
বাবা যখন ধর্ষক হয়
আমার কিসের ভয়?
কতো বিধি লিখা আছে
ধর্ষকও তা জানে
কত নিয়ম ডানে বামে
কয় জন তা মানে?
লজ্জা নেই শরম নেই
আমার গর্ভের সন্তান
সেও যখন ধর্ষক হয়
উলঙ্গতাই শ্রেষ্ঠ সমাধান।
বেশ্যালয় খোলা হউক
শহর বন্দর গাঁয়ে
ধর্ষকরা ব্যস্ত থাকুক
লিঙ্গ খেলা নিয়ে।
আইন ফাইন দন্ড বিধি
দেখেছি বহু নির্দয়তা
কুকুর সামাল দিতে
আমি হবো পতিতা।
ধর্ষক নামক কুকুরে সাথে
খেলবো পাশা করবো নেশা
ধর্ষক প্রলয়ে ভেসে যাক
নারীর প্রেম ভালোবাসা।
আমি যদি তা না পারি
বোবা বধির হয়ে যাবো
 শাড়ী ব্লাউজ পুড়াবো
মুখ বন্ধ করে অন্ধ হবো?
লেখকঃ ড. গোলসান আরা বেগম  কবি,কলামিষ্ট, সিনেট সদস্য