জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির খবর শুনে আনন্দে আমি সারারাত কেঁদেছি। এমনটাই বলেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে ও টিভি অভিনেত্রী শমী কায়সা।
তিনি বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সময় আমি দেশের বাইরে ছিলাম। তার ফাঁসির খবর শুনে সারারাত আনন্দে কান্না করেছি।
শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি
গোলাম কুদ্দুসের ৬০তম জন্মদিন উপলক্ষে আনন্দ আড্ডায় এ কথা বলেন তিনি।
শমী কায়সার বলেন, যেদিন নিজামীর গাড়িতে প্রথম পতাকা উড়েছিল সেদিন আমাকে প্রথম ফোন করেছিলেন বাচ্চু আংকেল (নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু)। তিনি আমার মাকে ফোন করে বলেছিলেন, আমাকে মাফ করে দিন ভাবী। এত বছর ধরে চেষ্টা করেও মনে হয় আমরা কিছুই করতে পারলাম না।
তিনি বলেন, আমাদের শক্রপক্ষ কারা তা এখন পরিষ্কার। কিন্তু আগামী ৪০ বছর যেন তারা মুক্তিযুদ্ধের বেশ ধরে আমাদের মাঝে মিশে না যায়।
শমী কায়সার বলেন, ছোটবেলা থেকে যাদের স্নেহ–ভালোবাসায় বড় হয়েছি তাদের একজন গোলাম কুদ্দুস আংকেল। আমি তাকে বাবার মতোই শ্রদ্ধা করি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলানো হয়।
এর আগে নিজামীকে তওবা পড়ান ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন।