ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পালসারের ৪০০ সিসির রেসিং বাইক আসছে

এবছরের তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে আসছে ৪০০ সিসির পালসার মোটরসাইকেল। এটির মডেল সিএস ৪০০। পালসারের সর্বশেষ সংস্করণের বাইক এটি। এটি নিয়ে বাজাজ দীর্ঘদিন ধরে পরীক্ষা-নীরিক্ষা করছে। এটি স্পোর্টস সিরিজের রেসিং বাইক।

বাজাজ অটোমোবাইলের বিজনেস ডেভেলপমেন্ড অ্যান্ড অ্যাসুরেন্স বিভাগের প্রেসিডেন্ট এস রাভিকুমার বলেন, এ বছরের তৃতীয় প্রান্তিতে বাজাজ পালসার সিরিজের নতুন বাইক সিএস ৪০০ স্পোর্টস বাইক বাজারে ছাড়বে।

পালসার তাদের নতুন বাইকটি প্রথম প্রদর্শন করে ২০১৪ সালে  দিল্লি অটো এক্সেপোতে। এরপর দীর্ঘদিন ধরে বাজাজ এটির পরীক্ষা চালায়। অবশেষে এটি বাজারে আসতে চলেছে।

বাজাজের ৪০০ সিসির এই বাইকটি মূলত ক্রুজার স্পোর্টস। সম্পূর্ণ স্পোর্টস বাইক এটি। এতে রয়েছে রেসিং থ্রুটল।

বাইকটিতে ৩৭৩.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সংযোজন করা হয়েছে। বাজাজ জানিয়েছে তাদের ফ্লাগশিপ বাইক এটি। এটির সঙ্গে ডুকাতি ডিভেলের সঙ্গে ডিজাইনে কিছুটা মিল রয়েছে।

৪০০ সিসির বাইকটিতে এলইডি টেইল ল্যাম্প,ওয়াবি অ্যালয় হুইল এবং টুইন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে।

বাজাজ তাদের নতুন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করেছে। যেখানে বাজাজের পালসার আর এস ২০০ এ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছিল।

বাজাজ তাদের সিএস ৪০০ স্পোর্টস বাইকটির প্রত্যাশিত মূল্য ধরেছে ২ লাখ রুপি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পালসারের ৪০০ সিসির রেসিং বাইক আসছে

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
এবছরের তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে আসছে ৪০০ সিসির পালসার মোটরসাইকেল। এটির মডেল সিএস ৪০০। পালসারের সর্বশেষ সংস্করণের বাইক এটি। এটি নিয়ে বাজাজ দীর্ঘদিন ধরে পরীক্ষা-নীরিক্ষা করছে। এটি স্পোর্টস সিরিজের রেসিং বাইক।

বাজাজ অটোমোবাইলের বিজনেস ডেভেলপমেন্ড অ্যান্ড অ্যাসুরেন্স বিভাগের প্রেসিডেন্ট এস রাভিকুমার বলেন, এ বছরের তৃতীয় প্রান্তিতে বাজাজ পালসার সিরিজের নতুন বাইক সিএস ৪০০ স্পোর্টস বাইক বাজারে ছাড়বে।

পালসার তাদের নতুন বাইকটি প্রথম প্রদর্শন করে ২০১৪ সালে  দিল্লি অটো এক্সেপোতে। এরপর দীর্ঘদিন ধরে বাজাজ এটির পরীক্ষা চালায়। অবশেষে এটি বাজারে আসতে চলেছে।

বাজাজের ৪০০ সিসির এই বাইকটি মূলত ক্রুজার স্পোর্টস। সম্পূর্ণ স্পোর্টস বাইক এটি। এতে রয়েছে রেসিং থ্রুটল।

বাইকটিতে ৩৭৩.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সংযোজন করা হয়েছে। বাজাজ জানিয়েছে তাদের ফ্লাগশিপ বাইক এটি। এটির সঙ্গে ডুকাতি ডিভেলের সঙ্গে ডিজাইনে কিছুটা মিল রয়েছে।

৪০০ সিসির বাইকটিতে এলইডি টেইল ল্যাম্প,ওয়াবি অ্যালয় হুইল এবং টুইন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে।

বাজাজ তাদের নতুন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করেছে। যেখানে বাজাজের পালসার আর এস ২০০ এ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছিল।

বাজাজ তাদের সিএস ৪০০ স্পোর্টস বাইকটির প্রত্যাশিত মূল্য ধরেছে ২ লাখ রুপি।