বর্তমান সময়ে লিচুর বাজার জমজমাট। গ্রীষ্মকাল খুব শীঘ্রই শেষ হয়ে আসছে, এখন সারা দেশের সকল গাছের লিচু যথেষ্ট পাকা ও রসালো, যা বাজারজাত ও করা হচ্ছে। কিন্তু সুস্বাদু এই ফলেও ভেজাল মেলাতে জুরি নেই বিক্রেতাদের।
সবুজ লিচুর রং লাল করা হচ্ছে রং স্প্রে করে। এতে এমন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যা মানব স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আমরা না জেনে এই অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছি।
ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন