ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘লাল স্বর্গ’

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফোটে লাল শাপলা৷ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ জায়গাটি ‘শাপলা বিল’ নামেই বেশি পরিচিত৷ চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন এক লাল স্বর্গ৷

শাপলার গ্রাম
উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সর্বত্রই লাল শাপলার বিল৷ এছাড়া পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামেও দু’টি সুন্দর শাপলার বিল আছে৷

কীভাবে যাবেন
সাতলার বিলে যেতে ঢাকা থেকে লঞ্চে প্রথমে বরিশাল, সেখান থেকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে সাতলা৷ এছাড়া সড়ক পথে গৌরনদী নেমে সেখান থেকেও অটো রিকশায় যাওয়া যাবে সাতলা৷ শাপলার এ রাজত্ব দেখার ভালো সময় অক্টোবর এবং নভেম্বর৷

যেতে হবে সকালে
সাতলা বিলে ফুটন্ত শাপলার রাজত্ব দেখতে হলে জায়গাটিতে পৌঁছুতে হবে খুব সকালে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলে ফুলের পরিমাণ কমতে থাকে৷

ছোট নৌকায় বিল দেখা
সাতলা বিলে বেড়ানোর জন্য পাওয়া যাবে ছোট ছোট নৌকা৷ স্থানীয় মানুষ ভ্রমণ মৌসুমে পর্যটকদের জন্য নৌকা নিয়ে অপেক্ষায় থাকেন৷

শিশুদের দুরন্তপনা
সাতলার শাপলা বিলে দেখা মিলবে শিশুদের দুরন্তপনা৷ সকালে অনেককেই দেখা যায় বিলে শাপলা সংগ্রহ করতে৷

অন্নের যোগান
পর্যটকদের মনোরঞ্জন ছাড়াও সাতলার বিল স্থানীয়দের অন্নেরও জোগান দেয়৷ তরকারী হিসেবে শাপলার জনপ্রিয়তা আছে৷ এছাড়া বিলে প্রচুর মাছও পাওয়া যায়৷

আয়ের উৎস
নিম্ন আয়ের মানুষেরা সাতলা বিলের শাপলা তুলে নিয়ে বিক্রি করেন বাজারে৷ এ থেকে বাড়তি আয় হয় তাঁদের৷ স্থানীয়দের অনেকে জীবিকার জন্য বছরের একটা বড় সময় বিলের মাছ ও শাপলার ওপর নির্ভরশীল৷

বাজারে শাপলা
সাতলা বিলের শাপলা যায় সাধারণত বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর এলাকার বিভিন্ন হাট-বাজারে৷ ১৫ থেকে ২০টি শাপলার একটি আঁটি তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হয় এসব বাজারে৷

জনপ্রিয় নতুন ভ্রমণ গন্তব্য
বাংলাদেশের নতুন ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সাতলা বিল অন্যতম৷ মৌসুমে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক সেখানে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে৷

সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
পর্যটকদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা সাতলা বিলে নজর পড়েনি সরকারের৷ জায়গাটিতে এখনো পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশের ‘লাল স্বর্গ’

আপডেট টাইম : ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফোটে লাল শাপলা৷ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ জায়গাটি ‘শাপলা বিল’ নামেই বেশি পরিচিত৷ চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন এক লাল স্বর্গ৷

শাপলার গ্রাম
উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সর্বত্রই লাল শাপলার বিল৷ এছাড়া পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামেও দু’টি সুন্দর শাপলার বিল আছে৷

কীভাবে যাবেন
সাতলার বিলে যেতে ঢাকা থেকে লঞ্চে প্রথমে বরিশাল, সেখান থেকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে সাতলা৷ এছাড়া সড়ক পথে গৌরনদী নেমে সেখান থেকেও অটো রিকশায় যাওয়া যাবে সাতলা৷ শাপলার এ রাজত্ব দেখার ভালো সময় অক্টোবর এবং নভেম্বর৷

যেতে হবে সকালে
সাতলা বিলে ফুটন্ত শাপলার রাজত্ব দেখতে হলে জায়গাটিতে পৌঁছুতে হবে খুব সকালে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলে ফুলের পরিমাণ কমতে থাকে৷

ছোট নৌকায় বিল দেখা
সাতলা বিলে বেড়ানোর জন্য পাওয়া যাবে ছোট ছোট নৌকা৷ স্থানীয় মানুষ ভ্রমণ মৌসুমে পর্যটকদের জন্য নৌকা নিয়ে অপেক্ষায় থাকেন৷

শিশুদের দুরন্তপনা
সাতলার শাপলা বিলে দেখা মিলবে শিশুদের দুরন্তপনা৷ সকালে অনেককেই দেখা যায় বিলে শাপলা সংগ্রহ করতে৷

অন্নের যোগান
পর্যটকদের মনোরঞ্জন ছাড়াও সাতলার বিল স্থানীয়দের অন্নেরও জোগান দেয়৷ তরকারী হিসেবে শাপলার জনপ্রিয়তা আছে৷ এছাড়া বিলে প্রচুর মাছও পাওয়া যায়৷

আয়ের উৎস
নিম্ন আয়ের মানুষেরা সাতলা বিলের শাপলা তুলে নিয়ে বিক্রি করেন বাজারে৷ এ থেকে বাড়তি আয় হয় তাঁদের৷ স্থানীয়দের অনেকে জীবিকার জন্য বছরের একটা বড় সময় বিলের মাছ ও শাপলার ওপর নির্ভরশীল৷

বাজারে শাপলা
সাতলা বিলের শাপলা যায় সাধারণত বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর এলাকার বিভিন্ন হাট-বাজারে৷ ১৫ থেকে ২০টি শাপলার একটি আঁটি তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হয় এসব বাজারে৷

জনপ্রিয় নতুন ভ্রমণ গন্তব্য
বাংলাদেশের নতুন ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সাতলা বিল অন্যতম৷ মৌসুমে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক সেখানে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে৷

সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
পর্যটকদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা সাতলা বিলে নজর পড়েনি সরকারের৷ জায়গাটিতে এখনো পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই৷