ঢাকা , শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতিহাসে মুসলিম ও অমুসলিম সম্পর্ক চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান নতুন শুরুর আগেই এলোমেলো পরীর জীবন মার্কিন নির্বাচনে জয়ী ৫ বাংলাদেশি মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান নৌ উপদেষ্টার একলাফে ৩৪৬৪ টাকা কমল সোনার ভরি, কাল থেকে কার্যকর কাল লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া ঐতিহাসিক ৭ নভেম্বর, শুক্রবার নয়াপল্টন-মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিএনপির র‌্যালি ট্রাম্পের ‘আমেরিকা-ফার্স্ট’ নীতিতে বেকায়দায় পড়তে যাচ্ছে ভারত জামায়াতের সাথে ঐক্যের কারণে নেজামে ইসলাম পার্টি বিলুপ্তপ্রায়! একান্ত সাক্ষাতকারে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

বাংলাদেশের ‘লাল স্বর্গ’

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফোটে লাল শাপলা৷ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ জায়গাটি ‘শাপলা বিল’ নামেই বেশি পরিচিত৷ চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন এক লাল স্বর্গ৷

শাপলার গ্রাম
উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সর্বত্রই লাল শাপলার বিল৷ এছাড়া পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামেও দু’টি সুন্দর শাপলার বিল আছে৷

কীভাবে যাবেন
সাতলার বিলে যেতে ঢাকা থেকে লঞ্চে প্রথমে বরিশাল, সেখান থেকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে সাতলা৷ এছাড়া সড়ক পথে গৌরনদী নেমে সেখান থেকেও অটো রিকশায় যাওয়া যাবে সাতলা৷ শাপলার এ রাজত্ব দেখার ভালো সময় অক্টোবর এবং নভেম্বর৷

যেতে হবে সকালে
সাতলা বিলে ফুটন্ত শাপলার রাজত্ব দেখতে হলে জায়গাটিতে পৌঁছুতে হবে খুব সকালে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলে ফুলের পরিমাণ কমতে থাকে৷

ছোট নৌকায় বিল দেখা
সাতলা বিলে বেড়ানোর জন্য পাওয়া যাবে ছোট ছোট নৌকা৷ স্থানীয় মানুষ ভ্রমণ মৌসুমে পর্যটকদের জন্য নৌকা নিয়ে অপেক্ষায় থাকেন৷

শিশুদের দুরন্তপনা
সাতলার শাপলা বিলে দেখা মিলবে শিশুদের দুরন্তপনা৷ সকালে অনেককেই দেখা যায় বিলে শাপলা সংগ্রহ করতে৷

অন্নের যোগান
পর্যটকদের মনোরঞ্জন ছাড়াও সাতলার বিল স্থানীয়দের অন্নেরও জোগান দেয়৷ তরকারী হিসেবে শাপলার জনপ্রিয়তা আছে৷ এছাড়া বিলে প্রচুর মাছও পাওয়া যায়৷

আয়ের উৎস
নিম্ন আয়ের মানুষেরা সাতলা বিলের শাপলা তুলে নিয়ে বিক্রি করেন বাজারে৷ এ থেকে বাড়তি আয় হয় তাঁদের৷ স্থানীয়দের অনেকে জীবিকার জন্য বছরের একটা বড় সময় বিলের মাছ ও শাপলার ওপর নির্ভরশীল৷

বাজারে শাপলা
সাতলা বিলের শাপলা যায় সাধারণত বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর এলাকার বিভিন্ন হাট-বাজারে৷ ১৫ থেকে ২০টি শাপলার একটি আঁটি তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হয় এসব বাজারে৷

জনপ্রিয় নতুন ভ্রমণ গন্তব্য
বাংলাদেশের নতুন ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সাতলা বিল অন্যতম৷ মৌসুমে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক সেখানে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে৷

সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
পর্যটকদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা সাতলা বিলে নজর পড়েনি সরকারের৷ জায়গাটিতে এখনো পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইতিহাসে মুসলিম ও অমুসলিম সম্পর্ক

বাংলাদেশের ‘লাল স্বর্গ’

আপডেট টাইম : ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফোটে লাল শাপলা৷ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ জায়গাটি ‘শাপলা বিল’ নামেই বেশি পরিচিত৷ চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন এক লাল স্বর্গ৷

শাপলার গ্রাম
উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সর্বত্রই লাল শাপলার বিল৷ এছাড়া পার্শ্ববর্তী আগৈলঝড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামেও দু’টি সুন্দর শাপলার বিল আছে৷

কীভাবে যাবেন
সাতলার বিলে যেতে ঢাকা থেকে লঞ্চে প্রথমে বরিশাল, সেখান থেকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে সাতলা৷ এছাড়া সড়ক পথে গৌরনদী নেমে সেখান থেকেও অটো রিকশায় যাওয়া যাবে সাতলা৷ শাপলার এ রাজত্ব দেখার ভালো সময় অক্টোবর এবং নভেম্বর৷

যেতে হবে সকালে
সাতলা বিলে ফুটন্ত শাপলার রাজত্ব দেখতে হলে জায়গাটিতে পৌঁছুতে হবে খুব সকালে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলে ফুলের পরিমাণ কমতে থাকে৷

ছোট নৌকায় বিল দেখা
সাতলা বিলে বেড়ানোর জন্য পাওয়া যাবে ছোট ছোট নৌকা৷ স্থানীয় মানুষ ভ্রমণ মৌসুমে পর্যটকদের জন্য নৌকা নিয়ে অপেক্ষায় থাকেন৷

শিশুদের দুরন্তপনা
সাতলার শাপলা বিলে দেখা মিলবে শিশুদের দুরন্তপনা৷ সকালে অনেককেই দেখা যায় বিলে শাপলা সংগ্রহ করতে৷

অন্নের যোগান
পর্যটকদের মনোরঞ্জন ছাড়াও সাতলার বিল স্থানীয়দের অন্নেরও জোগান দেয়৷ তরকারী হিসেবে শাপলার জনপ্রিয়তা আছে৷ এছাড়া বিলে প্রচুর মাছও পাওয়া যায়৷

আয়ের উৎস
নিম্ন আয়ের মানুষেরা সাতলা বিলের শাপলা তুলে নিয়ে বিক্রি করেন বাজারে৷ এ থেকে বাড়তি আয় হয় তাঁদের৷ স্থানীয়দের অনেকে জীবিকার জন্য বছরের একটা বড় সময় বিলের মাছ ও শাপলার ওপর নির্ভরশীল৷

বাজারে শাপলা
সাতলা বিলের শাপলা যায় সাধারণত বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর এলাকার বিভিন্ন হাট-বাজারে৷ ১৫ থেকে ২০টি শাপলার একটি আঁটি তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হয় এসব বাজারে৷

জনপ্রিয় নতুন ভ্রমণ গন্তব্য
বাংলাদেশের নতুন ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সাতলা বিল অন্যতম৷ মৌসুমে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক সেখানে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে৷

সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
পর্যটকদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা সাতলা বিলে নজর পড়েনি সরকারের৷ জায়গাটিতে এখনো পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই৷