বাঙালী কণ্ঠ নিউজঃ মানিকগঞ্জের সাতটি উপজেলায় শীতকালীন সবজির আগাম আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষীরা। এবারের বন্যায় সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এ ক্ষতি পুষিয়ে নিতে সারা দিন মাঠে কাজ করছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এবারের বন্যায় মানিকগঞ্জে ১৬ হাজার ৬৩৮ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯৪ হাজার ৫১৬। জেলায় ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য প্রণোদনা এসেছে ১ কোটি ৭৭ লাখ টাকা। সাটুরিয়া
উপজেলার জান্না এলাকার চাষী আব্দুল মাজেদ মিয়া বলেন, ‘এবারের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাগো। দুই বারের বন্যার পানিতে আমাগো ফসলের ক্ষতি হয়েছে। এখন কিস্তি (লোন) তুলে পুনরায় সবজির আবাদ করেছি। যদি ফলন ভালো হয়, তাহলে বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারব। মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলীমুজ্জামান মিয়া জানান, বন্যার ক্ষতি পোষাতে পানি নেমে যেতেই বেশি করে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, লাউ, টমেটোসহ বিভিন্ন শীতের সবজির চাষ শুরু করেছেন স্থানীয় চাষীরা। চাষীদের সরকারি প্রণোদনা দেওয়ার পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষে প্রশিক্ষণ ও বীজ-সার সরবরাহে বিশেষ নজর রাখা হচ্ছে।
সবজির মূল্য ঠিক থাকলে চাষীরা বন্যায় যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা পুষিয়ে নিতে পারবেন বলেও আশাবাদী তিনি।