ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরাজয়ে গর্বিত পুরুষ

নারী বারবার পরাজিত
তোমার ঐশ্বরিক ক্ষমতার কাছে!
মমতার কাছে ,আদরের কাছে ,
ভালোবাসার কাছে ,যত্নের কাছে।

নারী আমি বারবার পরাজিত
ধৈর্য্যের কাছে,প্রেমের কাছে ,
চাহনির কাছে ,উষ্ণতার কাছে
শ্রদ্ধার কাছে,ভক্তির কাছে
সম্মানের কাছে,করুনার কাছে
অত্যাচারিত হওয়ার কাছে  ।

নারী আমি বারবার পরাজিত
আবদারের  কাছে ,ধৈর্য্যের  কাছে ,
দুষ্টমির কাছে ,হেয়ালীর কাছে
স্বপ্নের কাছে ,আকাঙ্খার কাছে ,
হিংসার কাছে ,মৌনতার কাছে ,
জেদের কাছে ,বশীকরণ জাদুর কাছে।

নারী আমি বারবার


পরাজিত
অশ্রুর কাছে ,অগ্নিমূর্তির কাছে
বর্ষার জলের কাছে ,শীতের কুয়াশার কাছে
পূর্ণিমার আলোর কাছে ,আমাবশ্যার আঁধারের কাছে।

নারী আমি পরাজিত তোমার সৌন্দর্য্যের কাছে
মোহনীয়তার কাছে ,আবেগের কাছে
সত্য হোক মিথ্যা হোক ,ভুবন ভুলানো
ভালোবাসার কাছে পরাজিত।

নারী আমি বারবার পরাজিত
তোমার প্রতারণার কাছে!
প্রতিবাদের কাছে ,প্রতিশোধের আগুনের কাছে,
লোভের কাছে ,ঈর্ষার কাছে ,
আমি এক পরাজিত পুরুষ নারীর কাছে।
লাস্যাময়ী ,হাস্যময়ী ,ভুবন মোহিনী
বরফ শীতল,আগুনি নারীর কাছে
আমি পরাজিত।

সাজানো বাগানের মালির কাছে
ফুলের কলি, প্রস্ফুটিত ফুলের সৌরভের কাছে ,
আমার গোপন কবিতার কাছে
আমার বেসুরে গানের ছন্দের কাছে
হৃদয়ের ধুক ধুক কম্পনের কাছে
সবুজ শস্য শ্যামল বাংলার কাছে
পাল তোলা নৌকার  কাছে
আমি পরাজিত।

কন্যা ,জায়া ,জননীর কাছে আমি পরাজিত।
এই পরাজয়ে  আমি যেন এক গর্বিত পুরুষ!
শুধু তোমার কাছে,নারীর কাছে  বারবার পরাজিত!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পরাজয়ে গর্বিত পুরুষ

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

নারী বারবার পরাজিত
তোমার ঐশ্বরিক ক্ষমতার কাছে!
মমতার কাছে ,আদরের কাছে ,
ভালোবাসার কাছে ,যত্নের কাছে।

নারী আমি বারবার পরাজিত
ধৈর্য্যের কাছে,প্রেমের কাছে ,
চাহনির কাছে ,উষ্ণতার কাছে
শ্রদ্ধার কাছে,ভক্তির কাছে
সম্মানের কাছে,করুনার কাছে
অত্যাচারিত হওয়ার কাছে  ।

নারী আমি বারবার পরাজিত
আবদারের  কাছে ,ধৈর্য্যের  কাছে ,
দুষ্টমির কাছে ,হেয়ালীর কাছে
স্বপ্নের কাছে ,আকাঙ্খার কাছে ,
হিংসার কাছে ,মৌনতার কাছে ,
জেদের কাছে ,বশীকরণ জাদুর কাছে।

নারী আমি বারবার


পরাজিত
অশ্রুর কাছে ,অগ্নিমূর্তির কাছে
বর্ষার জলের কাছে ,শীতের কুয়াশার কাছে
পূর্ণিমার আলোর কাছে ,আমাবশ্যার আঁধারের কাছে।

নারী আমি পরাজিত তোমার সৌন্দর্য্যের কাছে
মোহনীয়তার কাছে ,আবেগের কাছে
সত্য হোক মিথ্যা হোক ,ভুবন ভুলানো
ভালোবাসার কাছে পরাজিত।

নারী আমি বারবার পরাজিত
তোমার প্রতারণার কাছে!
প্রতিবাদের কাছে ,প্রতিশোধের আগুনের কাছে,
লোভের কাছে ,ঈর্ষার কাছে ,
আমি এক পরাজিত পুরুষ নারীর কাছে।
লাস্যাময়ী ,হাস্যময়ী ,ভুবন মোহিনী
বরফ শীতল,আগুনি নারীর কাছে
আমি পরাজিত।

সাজানো বাগানের মালির কাছে
ফুলের কলি, প্রস্ফুটিত ফুলের সৌরভের কাছে ,
আমার গোপন কবিতার কাছে
আমার বেসুরে গানের ছন্দের কাছে
হৃদয়ের ধুক ধুক কম্পনের কাছে
সবুজ শস্য শ্যামল বাংলার কাছে
পাল তোলা নৌকার  কাছে
আমি পরাজিত।

কন্যা ,জায়া ,জননীর কাছে আমি পরাজিত।
এই পরাজয়ে  আমি যেন এক গর্বিত পুরুষ!
শুধু তোমার কাছে,নারীর কাছে  বারবার পরাজিত!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)