জাতীয় ঐক্য না থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেছেন, ‘ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। এখন ছাত্রদের হাতে এখন গাঁজা, মদ, ইয়াবা। জাতীয় ঐক্য না থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে।’
লক্ষ্মীপুরের রামগতিতে জেএসডি উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন। শুক্রবার বিকালে উপজেলার আলেকজান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রব বলেন, ‘আমরাও একদিন ছাত্র ছিলাম। আমাদের সময় দেশে ছাত্রদের হাতে ইয়াবা, মদ ও গাঁজা ছিল না। প্রকৃত ছাত্ররাই ছাত্র রাজনীতি করেছে। এখন অছাত্রদের হাতে ছাত্র রাজনীতি।’
তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থায় মেধা ও প্রজ্ঞার চর্চার না করে শতভাগ পাস বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে শিক্ষকরাই নকল দিতে বাধ্য হচ্ছে। সরকার গণতন্ত্র, মানবধিকার ও আইনের শাসনের পথ রুদ্ধ করেছে।’