ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মাটি খুঁড়ে জঙ্গি বের করার ঘোষণা র‌্যাব ডিজির

প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গি ও সন্ত্রাসীদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। এ দেশের মাটি ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা কোনো কার্যকলাপ চালাতে পারবে না বলেও ঘোষণা দেন র‌্যাব প্রধান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ এই ঘোষণা দেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এ দেশ আমার, আপনার, সকলের। তাই গুটি কয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।’ তিনি বলেন, ‘এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমনি জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে। জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাঁদের আদরের সন্তানদের লাশ পর্যন্ত গ্রহণ করেননি।’

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপ–উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাটি খুঁড়ে জঙ্গি বের করার ঘোষণা র‌্যাব ডিজির

আপডেট টাইম : ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬

প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গি ও সন্ত্রাসীদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। এ দেশের মাটি ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা কোনো কার্যকলাপ চালাতে পারবে না বলেও ঘোষণা দেন র‌্যাব প্রধান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ এই ঘোষণা দেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এ দেশ আমার, আপনার, সকলের। তাই গুটি কয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।’ তিনি বলেন, ‘এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমনি জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে। জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাঁদের আদরের সন্তানদের লাশ পর্যন্ত গ্রহণ করেননি।’

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপ–উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।