আগামীকাল দুপুরে শেষ হবে খাদিজা আক্তার নার্গিসের ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। তার আগে চিকিৎসকরা কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন। তবে আহত খাদিজার আত্মীয়স্বজন আশাবাদি যে খাদিজা বেঁচে উঠবে।
খাদিজার বাবা সৌদী প্রবাসী মাসুক মীর ভোরে স্কয়ার হাসপাতালে পৌছেছেন। চীন প্রবাসী ভাইও দুপুরের পর পৌছার কথা রয়েছে। খাদিজার সর্বশেষ অবস্থা জানতে হাসপাতাল ক্যাম্পাসে মিডিয়া কর্মী উৎসুক মানুষের ভীড়।
সেলফি তোলার নিন্দার ঝর বয়ে যাওয়ায় যুবলীগ নেত্রী কোহেলী কুদ্দুস দু:খ প্রকাশ করেছেন। একজন চিকিৎসক বলেছেন, নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় ওই কক্ষে যাওয়া নিষিদ্ধ। সেটা বলার পরও উনারা সেখানে গেছেন সেলফি তুলে ফেসবুকে দেয়ার মত কান্ডটি ঘটিয়েছেন।
একজন মৃতপথযাত্রী রোগিনীর পাশে দাঁড়িয়ে মনের আনন্দে সেলপি তোলা এবং সেটা ফেসবুকে দেয়ার ভাল বা মন্দ দিক এখন সম্ভবত উনার বুঝতে পারছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক মন্তব্য করেছেন।