আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের বিকালে রুদ্ধদ্বার অধিবেশনে দলের পরবর্তী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তার এ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়।
পরে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক
সৈয়দ আশরাফুল ইসলাম। সকলের সমর্থনের মাধ্যমে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত।
নতুন কমিটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক এবং আবদুর রহমান।
রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
হানিফ, দীপু মনি ও নানক পুরনো কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন; তাদের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে এন এইচ আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে।