ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে: এডিবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এডিবি মনে করে, উৎপাদন কমে যাওয়ায় রপ্তানির ধীরগতি, বিদ্যুৎ-জ্বালানিসংকট এবং উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে। এসব কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাসও কম হবে হলে মনে করছে সংস্থাটি।

এর আগে সেপ্টেম্বর প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে জানিয়েছিল এডিবি। তবে নতুন পূর্বাভাসে জিডিপি কত হবে সে বিষয়ে বলা হয়নি।

প্রবৃদ্ধি কমার পাশাপাশি বাংলাদেশে আগামীতে মূল্যস্ফীতি বাড়ারও আভাস দিয়েছে এডিবি। সংস্থাটির দাবি, নানা ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গত জুলাই-অক্টোবর সময়ে প্রতি মাসে মূল্যস্ফীতির হার প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি ছিল।

সংকোচনমূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক মুদ্রানীতি প্রচলনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পণ্যের দাম কম থাকলেও মূল্যস্ফীতি কমতে পারে বলে মনে করছে এডিবি। এ ছাড়া ফসলের ভালো ফলন হলেও বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে বলেও মনে করে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে: এডিবি

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এডিবি মনে করে, উৎপাদন কমে যাওয়ায় রপ্তানির ধীরগতি, বিদ্যুৎ-জ্বালানিসংকট এবং উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে। এসব কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাসও কম হবে হলে মনে করছে সংস্থাটি।

এর আগে সেপ্টেম্বর প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে জানিয়েছিল এডিবি। তবে নতুন পূর্বাভাসে জিডিপি কত হবে সে বিষয়ে বলা হয়নি।

প্রবৃদ্ধি কমার পাশাপাশি বাংলাদেশে আগামীতে মূল্যস্ফীতি বাড়ারও আভাস দিয়েছে এডিবি। সংস্থাটির দাবি, নানা ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গত জুলাই-অক্টোবর সময়ে প্রতি মাসে মূল্যস্ফীতির হার প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি ছিল।

সংকোচনমূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক মুদ্রানীতি প্রচলনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পণ্যের দাম কম থাকলেও মূল্যস্ফীতি কমতে পারে বলে মনে করছে এডিবি। এ ছাড়া ফসলের ভালো ফলন হলেও বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে বলেও মনে করে সংস্থাটি।