বাঙালী কণ্ঠ নিউজঃ ঘন কুয়াশায় উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি ও পণ্য সরবরাহ বাধাপ্রাপ্ত হওয়ায় পাইকারি বাজারে সবধরণের সবজির দাম বেড়েছে। পাইকাররা বলছে ঘন কুয়াশায় সবজি পঁচে যাচ্ছে। যে হারে সবজির ট্রাক আসতো সংকটের কারণে তা অর্ধেকের বেশিতে নেমেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের উত্তরাঞ্চলসহ যেসব অঞ্চলে সবজি উৎপাদিত হয় কুয়াশায় সেখানকার সবজির গাছ মারা যাচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রান্তিক পর্যায়ের চাষীরা।
রাজধানীর হাতিরপুল সবজি বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। গত সপ্তাহের সাথে এই সপ্তাহের সবজির দামে ব্যাপক পার্থক্য। পুরাতন আলু বাজারে না থাকলেও নতুন আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া টমেটো ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, ঢেড়শ ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, শসা ৫০ টাকা, সিম ৬০ টাকা।
শীতের সবজির বাজারে নতুন হওয়াতে মটরশুটি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। মসলার বাজার ঘুরে গত সপ্তাহের সঙ্গে খুব বেশি পার্থক্য পাওয়া যায়নি। পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। দেশী ছোট পেয়াজ ৭০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি। এছাড়া ছোট রসুন ৮০ টাকা ও বড় রসুন ৯০ টাকা, বড় আদা ১০০ টাকা ও ছোট আদা ৯০ টাকা। মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য চালের দামটাও রয়েছে আগের মতই। মোটা চিকন প্রকারভেদে চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৭৮ টাকা কেজি দরে।
মাছ, মাংস ও ডিমের বাজার গত সপ্তাহের মতই। বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৪৮০ টাকা এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি। এছাড়া ডিমের দামটাও গত সপ্তাহের সঙ্গে মিল রেখে বিক্রি হচ্ছে ২৮ টাকা হালিতে।
মাছের বাজারে একটি ছোট ইলিশ কিনলে গুনতে হবে ৫০০ এবং বড় ইলিশ কিনলে গুনতে হবে ৮০০ টাকা পর্যন্ত।
রাজধানীর মোহাম্মদপুর, শান্তিনগর ও কাওরান বাজার খুচরা বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায় উল্লেখিত দামেই চলছে আজকের বাজার।