বাঙালী কণ্ঠ নিউজঃ প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার জন্য ব্যবসায়ীদের চেয়ে ভোক্তারাই বেশি দায়ী। এমনটি মনে করেন বিক্রেতা ও বাজার বিশ্লেষকরা। তাদের মতে, রমজানে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কেনায় বাজারে সংকট সৃষ্টি হয়। যার সুযোগ নেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তাই বাজার স্থিতিশীল রাখতে কেনাকাটায় ভোক্তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের।
রোজাদারদের কথা বিবেচনা করে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশের ব্যবসায়ীরা রমজান মাসে যেখানে নিত্যপণ্যের দাম কমিয়ে রাখেন, সেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের চিত্র পুরোই উল্টো। রমজান আসার আগেই হু হু করে বাড়তে থাকে সব ধরনের পণ্যের দাম।
রমজানের শুরুতে এমনকি সারা মাসজুড়েই বাড়তি দামে প্রয়োজনীয় পণ্যটি কিনতে বাধ্য হন রোজাদাররা। তাই, রমজানের আগেই বেশি পরিমাণ পণ্য কিনে রাখার প্রবণতা থাকে প্রায় সবার মধ্যে।
ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের মধ্যে এ সময়ে এক ধরনের আগে কেনার প্রবণতা থাকে। বেশিরভাগ ভোক্তার এমন প্রবণতাই দাম বাড়ার জন্য দায়ী। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান বলছেন, রমজানে পণ্য কেনার ব্যাপারে ক্রেতাদের আরও সহনশীল হওয়া জরুরি।
এদিকে, আসছে রমজানে অনৈতিকভাবে দাম বাড়ানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অন্যান্য বছর যাই হোক আসছে রমজানে অন্তত প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে থাকবে এমন আশা সাধারণ মানুষের।