বাঙালী কণ্ঠ নিউজঃ ইরানে গত ফার্সি বছরে ১২ লাখ টন খেজুর উৎপাদন হওয়ার পর ১ লাখ ৮১ হাজার খেজুর রফতানি হয়েছে। তেহরান চেম্বার অব কমার্স এ তথ্য দিয়েছে।
পাকিস্তান, ভারত ও কাজাখস্তানে যথাক্রমে ৪৪, ৩৯ ও ২৮ হাজার টন খেজুর রফতানি করা হয়। এ তিনটি দেশী ইরান থেকে সবচেয়ে বেশি খেজুর আমদানি করে।
ফিনান্সিয়াল ট্রিবিউন