ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীতে আমাদের শরীরে নিতে হয় বাড়তি যত্ন। এ সময় জ্বর, ঠাণ্ডা-কাশি হওয়ার প্রবণতা বেড়ে যায়। জ্বর-ঠাণ্ডা যদিও কয়েক দিনের মধ্যেই সেরে যায়। তবে সমস্যা ঘটে কাশির ক্ষেত্রে। কিছুতেই সারতে চায় না কাশি।

অনেক সময় কাশির জন্য রাতে ঘুমানো যায় না। কাশির সিরাপ খেয়েও অনেক সময় তা সারতে চায় না। এর থেকে পরিত্রাণ পেতে খেতে পারেন ঘরোয়া কিছু দাওয়াই। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কাশি সারাবেন যেভাবে সে সম্পর্কে –

বাসক পাতা 
বাসক পাতা পানিতে সিদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এই পানি খেতে হবে। বাসক পাতার রস প্রতিদিন সন্ধ্যায় খেলে ভালো। দুই থেকে তিন দিনেই এর খুব ভালো ফল পাওয়া যায়। তেতোভাব কমাতে রসের সঙ্গে সামান্য চিনি মেশাতে পারেন।

তুলসী পাতা 
তুলসী পাতা থেঁতো করে এতে কয়েক ফোটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন দুই থেকে তিন বার খেলে কাশি ভালো হয়।

আদা 
আদা ছোট ছোট টুকরা করে তার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে। এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া আদা চা করে খেলেও কাশিতে উপকার পাবেন।

গরম দুধে হলুদের মিশ্রণ 
দুধকে গরম করে এর মধ্যে অল্প হলুদ মেশাতে হবে। এই হলুদমিশ্রিত দুধ কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের ঠাণ্ডা-কাশি দূর করতে সাহায্য করে।

লবঙ্গ 
কাশি হলে মুখে একটা লবঙ্গ রেখে মাঝেমধ্যে একটু চাপ দিয়ে রস বের করে গিলে ফেলুন। লবঙ্গের রস গলায় আরাম দেবে, জীবাণু দূর করবে।

মেন্থল ক্যান্ডি 
মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকোলেট কাশির জন্য উপকারী। এসব ক্যান্ডি শক্ত কফ নরম করে গলা থেকে কফ বের করতে ও কাশি কমাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীতে আমাদের শরীরে নিতে হয় বাড়তি যত্ন। এ সময় জ্বর, ঠাণ্ডা-কাশি হওয়ার প্রবণতা বেড়ে যায়। জ্বর-ঠাণ্ডা যদিও কয়েক দিনের মধ্যেই সেরে যায়। তবে সমস্যা ঘটে কাশির ক্ষেত্রে। কিছুতেই সারতে চায় না কাশি।

অনেক সময় কাশির জন্য রাতে ঘুমানো যায় না। কাশির সিরাপ খেয়েও অনেক সময় তা সারতে চায় না। এর থেকে পরিত্রাণ পেতে খেতে পারেন ঘরোয়া কিছু দাওয়াই। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কাশি সারাবেন যেভাবে সে সম্পর্কে –

বাসক পাতা 
বাসক পাতা পানিতে সিদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এই পানি খেতে হবে। বাসক পাতার রস প্রতিদিন সন্ধ্যায় খেলে ভালো। দুই থেকে তিন দিনেই এর খুব ভালো ফল পাওয়া যায়। তেতোভাব কমাতে রসের সঙ্গে সামান্য চিনি মেশাতে পারেন।

তুলসী পাতা 
তুলসী পাতা থেঁতো করে এতে কয়েক ফোটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন দুই থেকে তিন বার খেলে কাশি ভালো হয়।

আদা 
আদা ছোট ছোট টুকরা করে তার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে। এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া আদা চা করে খেলেও কাশিতে উপকার পাবেন।

গরম দুধে হলুদের মিশ্রণ 
দুধকে গরম করে এর মধ্যে অল্প হলুদ মেশাতে হবে। এই হলুদমিশ্রিত দুধ কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের ঠাণ্ডা-কাশি দূর করতে সাহায্য করে।

লবঙ্গ 
কাশি হলে মুখে একটা লবঙ্গ রেখে মাঝেমধ্যে একটু চাপ দিয়ে রস বের করে গিলে ফেলুন। লবঙ্গের রস গলায় আরাম দেবে, জীবাণু দূর করবে।

মেন্থল ক্যান্ডি 
মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকোলেট কাশির জন্য উপকারী। এসব ক্যান্ডি শক্ত কফ নরম করে গলা থেকে কফ বের করতে ও কাশি কমাতে পারে।