ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু ঢাকা মেডিক্যালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন-ডা. দেওয়ান আল মিনা মিশু, মাইশা আক্তার, মো. নজরুল ইসলাম, মো. আশিক ও আয়েশা খাতুন।

এদের মধ্যে চিকিৎসক দেওয়ান আল মিনা মিশু সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যান। ডা. মিশুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। তার ছোট একটি মেয়ে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জুন মাস থেকে ডা. মিশু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়ন করছিলেন। গত ২৪ জুলাই তার ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার পরিবারকে জানানো হয়, তিনি অলরেডি ব্রেইন ডেড। ডা. মিশুর পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিক্যাল কলেজে তাকে নেওয়া হয়।

এই তরুণ চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান।

ডা. মিশু রাজধানীর মাতুয়াইলস্থ বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগের আবাসিক চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ডেঙ্গু ঢাকা মেডিক্যালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন-ডা. দেওয়ান আল মিনা মিশু, মাইশা আক্তার, মো. নজরুল ইসলাম, মো. আশিক ও আয়েশা খাতুন।

এদের মধ্যে চিকিৎসক দেওয়ান আল মিনা মিশু সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যান। ডা. মিশুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। তার ছোট একটি মেয়ে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জুন মাস থেকে ডা. মিশু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়ন করছিলেন। গত ২৪ জুলাই তার ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার পরিবারকে জানানো হয়, তিনি অলরেডি ব্রেইন ডেড। ডা. মিশুর পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিক্যাল কলেজে তাকে নেওয়া হয়।

এই তরুণ চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান।

ডা. মিশু রাজধানীর মাতুয়াইলস্থ বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগের আবাসিক চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।