বাঙালী কণ্ঠ নিউজঃ কলার মধ্যে রয়েছে প্রচুর গুণ৷ একটা কলা খেলেই শরীর থাকবে চাঙ্গা৷ তাই প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন কলা৷ চলুন জেনে নেওয়া যাক দিনে ১টা করে কলা খেলে কী হয়-
১। কলা একটি আঁশযুক্ত ফল।
এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে। হজমের সমস্যা দূর করতে প্রতিদিন একটি করে কলা খান।
২। শরীরে হিমোগ্লোবিন ও ইনসুলিনের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন-বি-৬ প্রয়োজন। আর কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন-বি-৬ আছে, যা দেহে পুষ্টি জুগিয়ে থাকে।
৩। প্রতিদিন ১টি করে কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখুন, দেখবেন রক্তচাপ আপনার নিয়ন্ত্রনে চলে এসেছে।
৪। প্রতিদিন ব্যায়াম করার আগে ১ টি কলা খেয়ে নিন। এটি আপনার দেহের রক্তে শর্করার পরিমান ঠিক রাখবে এবং তার সাথে ব্লাড সুগারও নিয়ন্ত্রল করবে।