ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আয়রন রয়েছে যে চার খাবারে

বাঙালী কণ্ঠ নিউজঃ আয়রন শরীরের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এই মিনারেল হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রনের অভাবে রক্তস্বল্পতা হওয়ার আশঙ্কা থাকে। ১৯ বছরের একজন ব্যক্তির প্রতিদিন আট মিলিগ্রাম আয়রন গ্রহণ করা প্রয়োজন। ১৯ থেকে ৫০ বছরের নারীদের দৈনিক ১৮ মিলিগ্রাম আয়রন গ্রহণ করতে হবে। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের প্রতিদিন অন্তত আট থেকে ১১ মিলিগ্রাম আয়রন গ্রহণ করা জরুরি। আয়রনের অভাব পূরণ করতে নিয়মিত খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখা উচিত। আয়রন সমৃদ্ধ কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. আনার
আনারের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, আঁশ, অন্যান্য ভিটামিন ও মিনারেল।  ১০০ গ্রাম আনারে রয়েছে শূন্য দশমিক তিন মিলিয়ন আয়রন।  আনারকে সালাদ, ডেসার্টে ব্যবহার করতে পারেন।
২.আপেল
আপেল আয়রনের ভালো উৎস।  এর মধ্যে আরো রয়েছে ম্যাগনেসিয়াম,ভিটামিন সি।  মধ্যমমানের একটি আপেলে রয়েছে শূন্য দশমিক তিন এক মিলিগ্রাম আয়রন।  এটি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।  ডেসার্ট, সালাদ, অথবা স্মুদি তৈরিতে আপেল ব্যবহার করতে পারেন।
৩. খেঁজুর
খেঁজুর আয়নের খুব চমৎকার উৎস।  এর মধ্যে আরো রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬।  খেঁজুরের মধ্যে রয়েছে আঁশ।  এটিও প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন।
৪. বাদাম
বাদাম, যেমন কাঠবাদাম, ক্যাসোনাট, পিনাট আয়রনের চমৎকার উৎস।  ক্যাসোনাটের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আয়রন।  ৩০ গ্রাম ক্যাসোনাটে রয়েছে ২ মিলিগ্রাম আয়রন।  স্ন্যাকস হিসেবে এই বাদাম খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আয়রন রয়েছে যে চার খাবারে

আপডেট টাইম : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ আয়রন শরীরের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এই মিনারেল হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রনের অভাবে রক্তস্বল্পতা হওয়ার আশঙ্কা থাকে। ১৯ বছরের একজন ব্যক্তির প্রতিদিন আট মিলিগ্রাম আয়রন গ্রহণ করা প্রয়োজন। ১৯ থেকে ৫০ বছরের নারীদের দৈনিক ১৮ মিলিগ্রাম আয়রন গ্রহণ করতে হবে। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের প্রতিদিন অন্তত আট থেকে ১১ মিলিগ্রাম আয়রন গ্রহণ করা জরুরি। আয়রনের অভাব পূরণ করতে নিয়মিত খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখা উচিত। আয়রন সমৃদ্ধ কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. আনার
আনারের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, আঁশ, অন্যান্য ভিটামিন ও মিনারেল।  ১০০ গ্রাম আনারে রয়েছে শূন্য দশমিক তিন মিলিয়ন আয়রন।  আনারকে সালাদ, ডেসার্টে ব্যবহার করতে পারেন।
২.আপেল
আপেল আয়রনের ভালো উৎস।  এর মধ্যে আরো রয়েছে ম্যাগনেসিয়াম,ভিটামিন সি।  মধ্যমমানের একটি আপেলে রয়েছে শূন্য দশমিক তিন এক মিলিগ্রাম আয়রন।  এটি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।  ডেসার্ট, সালাদ, অথবা স্মুদি তৈরিতে আপেল ব্যবহার করতে পারেন।
৩. খেঁজুর
খেঁজুর আয়নের খুব চমৎকার উৎস।  এর মধ্যে আরো রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬।  খেঁজুরের মধ্যে রয়েছে আঁশ।  এটিও প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন।
৪. বাদাম
বাদাম, যেমন কাঠবাদাম, ক্যাসোনাট, পিনাট আয়রনের চমৎকার উৎস।  ক্যাসোনাটের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আয়রন।  ৩০ গ্রাম ক্যাসোনাটে রয়েছে ২ মিলিগ্রাম আয়রন।  স্ন্যাকস হিসেবে এই বাদাম খেতে পারেন।