ভারতে গত এক মাসে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ। যা দেশটির পেট্রোলের মূল্যকেও ছাড়িয়ে গেছে। শুক্রবার (৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নয়াদিল্লির বিভিন্ন বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ রুপিতে, অন্যদিকে একই দিন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ রুপিতে।
দেশটির কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাস ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি কেজি টমেটোর গড় দাম ছিল ২২ রুপি। জুনের শেষ থেকে দাম বাড়তে থাকে; চলতি সপ্তাহের শুরুতে সেই দাম পৌঁছায় ৯৮ রুপিতে। তারপর সর্বশেষ ১২০ রুপি হয়েছে টমেটোর কেজি। শতকরা হিসেবে দেশটিতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ।
জুন-জুলাই মাসে অবশ্য এমনিতেই টমেটোর দাম খানিকটা বেশি থাকে ভারতের কাঁচাবাজার ও সুপারমার্কেটগুলোতে, কিন্তু এর আগে কখনও এই সবজির মূল্যে এই পরিমাণ উল্লম্ফণ দেখা যায়নি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা-ঘাটগুলো মোটরযান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ না আসায় বাড়ছে টমেটোর দাম।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের বর্ষায় ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে।
পশ্চিমবঙ্গের বাইরে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটো প্রায় অপরিহার্য একটি সবজি। এসব রাজ্যের অধিকাংশ ডিশে টমেটো বা টমেটো পেস্টের প্রয়োজন পড়ে।