ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে তারেকের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্য বিএনপি নেতাদের বৈঠক

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যের ১৭ নেতার সঙ্গে দু’দফায় ৯ ঘণ্টা বৈঠক করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে দু’সপ্তাহ আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়া, মিসিগান, পেনসিলভেনিয়া, ইলিনয়, ম্যাসেচুসেটস এবং জর্জিয়া রাজ্যে সম্প্রতি গঠিত বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা এ বৈঠকে যোগ দেন। ভার্জিনিয়া তথা ওয়াশিংটন ডিসির সভাপতি ড. আশরাফ অনুপস্থিত থাকায় ৭ জনের এ বৈঠকের সমন্বয় করেছেন ইলিনয় অঙ্গরাজ্য বিএনপির নেতা শাহ মোজাম্মেল নান্টু। প্রথম দিন ৭ ঘণ্টার বৈঠকে লন্ডনে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মহিবুর রহমানও ছিলেন। দ্বিতীয় দিনের দুই ঘণ্টার বৈঠকে অবশ্য শুধু ৬ অঙ্গরাজ্যের সভাপতিরা ছিলেন তারেক রহমানের সঙ্গে।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা নাম গোপন রাখার শর্তে জানান, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউজার্সি, কানেকটিকাট প্রভৃতি অঙ্গরাজ্যে বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। জুনের প্রথম সপ্তাহেই এহসানুল হক মিলন আসছেন। এসব অঙ্গরাজ্যের কমিটি হবার পরই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমান চিন্তা-ভাবনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

লন্ডনে তারেকের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্য বিএনপি নেতাদের বৈঠক

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যের ১৭ নেতার সঙ্গে দু’দফায় ৯ ঘণ্টা বৈঠক করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে দু’সপ্তাহ আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়া, মিসিগান, পেনসিলভেনিয়া, ইলিনয়, ম্যাসেচুসেটস এবং জর্জিয়া রাজ্যে সম্প্রতি গঠিত বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা এ বৈঠকে যোগ দেন। ভার্জিনিয়া তথা ওয়াশিংটন ডিসির সভাপতি ড. আশরাফ অনুপস্থিত থাকায় ৭ জনের এ বৈঠকের সমন্বয় করেছেন ইলিনয় অঙ্গরাজ্য বিএনপির নেতা শাহ মোজাম্মেল নান্টু। প্রথম দিন ৭ ঘণ্টার বৈঠকে লন্ডনে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মহিবুর রহমানও ছিলেন। দ্বিতীয় দিনের দুই ঘণ্টার বৈঠকে অবশ্য শুধু ৬ অঙ্গরাজ্যের সভাপতিরা ছিলেন তারেক রহমানের সঙ্গে।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা নাম গোপন রাখার শর্তে জানান, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউজার্সি, কানেকটিকাট প্রভৃতি অঙ্গরাজ্যে বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। জুনের প্রথম সপ্তাহেই এহসানুল হক মিলন আসছেন। এসব অঙ্গরাজ্যের কমিটি হবার পরই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমান চিন্তা-ভাবনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন তারা।