বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। স্থানীয় সময় রবিবার দুপুরে শিল্প এলাকা শিফা ছানায়ার একটি ফ্যাক্টরিতে লাগা আগুনে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
নিহত বাংলাদেশিরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার এবং কিশোরগঞ্জের কুলিয়াচর থানার নজিরদিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ।
নিহত শহিদের এক নিকটাত্মীয় তাদের পরিচয় নিশ্চিত করেছেন বলে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম জানিয়েছেন।
সৌদি ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, একটি কারপেন্টার ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে উদ্ধার কাজ শেষে দমকল বাহিনী প্রাথমিকভাবে নিহতদের জাতীয়তা প্রকাশ করলেও কোনটি কার মরদেহ তা শনাক্ত করতে পারেনি। দূতাবাসের প্রতিনিধিরা নিকটাত্মীয়ের মাধ্যমে মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আরও তিন বাংলাদেশিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের হাসপাতালে চিকিৎসাধীন দেয়া হচ্ছে।