ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থের লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে

বাঙালী কণ্ঠ নিউজঃ আজকের দুনিয়ায় টাকা দিয়ে অনেক কিছু সম্ভব। আর এই টাকার জন্য আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের ভালোবাসার বিয়ে ছিল না। এখানে ছিল শুধু লোভ, ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়।

বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।

ওই তরুণ এখন আদালতের দারস্ত হয়েছেন। আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অর্থের লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে

আপডেট টাইম : ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ আজকের দুনিয়ায় টাকা দিয়ে অনেক কিছু সম্ভব। আর এই টাকার জন্য আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের ভালোবাসার বিয়ে ছিল না। এখানে ছিল শুধু লোভ, ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়।

বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।

ওই তরুণ এখন আদালতের দারস্ত হয়েছেন। আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।