বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বব্যাপী চিকিৎসা কাজে বাড়ছে নেশাজাতীয় দ্রব্য গাঁজার ব্যবহার। আর এ বিষয়টিকে মাথায় রেখে অস্ট্রেলিয়া সরকার গাঁজার চাষ ও রফতানিতে এক নম্বর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি চিকিৎসার কাজে গাঁজা রফতানিতে ভালো ব্যবসা করছে কানাডা ও নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়া এবার এ দুই দেশকে টেক্কা দেয়ার জন্য কাজ শুরু করেছে। এ জন্য দেশটি তাদের আইনেও পরিবর্তন আনছে।
পুরো বিশ্বে ক্যানসারের কেমোথেরাপি চিকিৎসায় রোগীর মাথা ধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে এবং পুরনো বাত ও মাংসপেশিতে ব্যথা দূর করতে চিকিৎসকরা গাঁজার ব্যবহারে অনুমতি দেন।
পুরো বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।