ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে প্যারিসে

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। প্যারিস দশ মেরির উদ্যোগে এসোসিয়েশন কালচারাল ফ্রাংকো বাংলাদেশীর সার্বিক ব্যবস্থাপনায় মেরি দশ এর ইনডোর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করে আঁরা চাটঁগাইয়া নও জোয়ান সবুজ দল এবং নীল দল। সবুজ দল খেলায় বিজয়ী হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেরি দশ এর ডিপোটি মেয়র মিমি লা ভেজা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসাবেলা সিভিলো, দুদুর, টিম ম্যানেজার তাপস বড়–য়া রিপন, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, সাংবাদিক দেবেশ বড়ুয়া, ইমদাদুল হক স্বপন, প্রনয় বড়ুয়া, মোহাম্মদ আলী, তাজেল আহমেদ প্রমুখ। খেলা শুরুর আগে অতিথিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান হিমেল বড়ুয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্যারিস দশ এর ডিপোটি মেয়র  মিমি লা ভেজা বিজয়ী দলের অধিনায়ক অপূর্ব বড়ুয়ার হাতে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন ইবনে সোহেল। এসময় অতিথিরা বাংলাদেশের জাতীয় খেলা আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের জন্য আয়োজকদের অনুরোধ করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে প্যারিসে

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। প্যারিস দশ মেরির উদ্যোগে এসোসিয়েশন কালচারাল ফ্রাংকো বাংলাদেশীর সার্বিক ব্যবস্থাপনায় মেরি দশ এর ইনডোর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করে আঁরা চাটঁগাইয়া নও জোয়ান সবুজ দল এবং নীল দল। সবুজ দল খেলায় বিজয়ী হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেরি দশ এর ডিপোটি মেয়র মিমি লা ভেজা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসাবেলা সিভিলো, দুদুর, টিম ম্যানেজার তাপস বড়–য়া রিপন, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, সাংবাদিক দেবেশ বড়ুয়া, ইমদাদুল হক স্বপন, প্রনয় বড়ুয়া, মোহাম্মদ আলী, তাজেল আহমেদ প্রমুখ। খেলা শুরুর আগে অতিথিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান হিমেল বড়ুয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্যারিস দশ এর ডিপোটি মেয়র  মিমি লা ভেজা বিজয়ী দলের অধিনায়ক অপূর্ব বড়ুয়ার হাতে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন ইবনে সোহেল। এসময় অতিথিরা বাংলাদেশের জাতীয় খেলা আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের জন্য আয়োজকদের অনুরোধ করেন।