বাঙালী কণ্ঠ নিউজঃ যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়াতে অবৈধ অবস্থানের অভিযোগে আটক ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে ইউজেড-২১৮ নং ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্ক বিমানবন্দরে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে জানা গেছে।
সূত্র বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়াতে অবৈধ অবস্থানের অভিযোগে এই বাংলাদেশিরা আটক হন। এরপর থেকে কারাবন্দি ছিলেন তারা। দেশটিতে অবস্থিত ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও নানা ধরনের জটিলতা শেষে অবশেষে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তারা মুক্ত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে।